E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারীর অগ্রযাত্রায় সরকার বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে : ভূমিমন্ত্রী

২০১৮ মার্চ ২৩ ১৬:১৫:৪৮
নারীর অগ্রযাত্রায় সরকার বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে : ভূমিমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে নারী সমাজের অগ্রযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের মূল্যায়ন করে শিক্ষায়, উন্নয়নে, এবং কর্মসংস্থানে ব্যাপক সুযোগ সৃষ্টি করেছে।

ঈশ্বরদীর আওতাপাড়া নূরজাহান উচ্চ বালিকা বিদ্যালয় এবং কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে মন্ত্রী শরীফ আরো বলেন, প্রধানমন্ত্রী সর্বস্তরে নারীদের সমঅধিকার প্রতিষ্ঠা করেছেন। প্রশাসন ছাড়াও বিচার ব্যবস্থা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ এবং আনসার বাহিনীতেও নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন বর্তমান সরকার নিশ্চিত করেছে। চাকরিতে মহিলা কোটা শতভাগ পূরণ করা হচ্ছে।

মন্ত্রী এসময় উপস্থিত মায়েদের তাদের কণ্যা সন্তানদের শিক্ষিত ও সাবলম্বী করে গড়ে তোলার আহব্বান জানান।

পরিচালনা কমিটির সভাপতি আতিয়ার রহমান ভোলার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, মাহমুদা খাতুন, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, আওয়ামী লীগ নেতা মুরাদ আলী প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ খালেকুজ্জামান।

পরে মন্ত্রী সাহাপুর সরকারী প্রাথমিক স্কুলের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্য অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী এনামুল কবীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, ইউপি চেয়ারম্যান মতলেবুর রহমান মিন্হাজ, আওয়ামী লীগ নেতা আকাল উদ্দিন সরদার, সাদেক আলী বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রকিবুল ইসলাম।

(এসকেকে/এসপি/মার্চ ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test