E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে অগ্নিকাণ্ডে ঘর-গরু ভস্মিভূত

২০১৮ মার্চ ২৩ ১৬:৪১:৫৫
ঈশ্বরদীতে অগ্নিকাণ্ডে ঘর-গরু ভস্মিভূত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী শহরের  অরণকোলায় গভীর রাতে অগ্নিকাণ্ডে ৩ টি ঘর ও ১ গরু আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে।  এসময় গোয়াল ঘর হতে গরু বের করতে গিয়ে রতন খন্দকার (৪৫) ও ঝরা খন্দকার (৩২) নামে দুই ব্যক্তি পুড়ে গুরুতর আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, গরুর গোয়ালে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। অগ্নিকান্ডে গোয়াল ঘর, রান্নাঘর ও বসতঘর পুড়ে গেছে। গোয়ালের দুইটি ষাড়ের মধ্যে একটি পুড়ে গেছে। অপরটিও আহত হয়েছে। গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে রতনের শরীরের অর্ধেকাংশের উপরের চামড়া ও ঝরার হাত -পা পুড়ে গেছে। এরা পেশায় কৃষক ও দিনমজুর। বসতবাড়ি ও গরু পুড়ে যাওয়ায় তারা নিঃশ্ব হয়ে পড়েছেন।

অরণকোলার সবুজ খন্দকার জানান, চিৎকার চেঁচামেচির শব্দ শুনে রাত আড়াইটায় ঘর থেকে বের হয়ে দেখি পাশের বাড়ির গোয়াল ঘর ও বসত ঘরে আগুন জ¦লছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

(এসকেকে/এসপি/মার্চ ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test