E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ইসলাম বিরোধী জামায়াত-তালিমবাজদের থেকে সতর্ক থাকতে হবে’

২০১৮ মার্চ ২৫ ১৬:৩৪:৪৭
‘ইসলাম বিরোধী জামায়াত-তালিমবাজদের থেকে সতর্ক থাকতে হবে’

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, ইসলাম বিরোধী জামায়াত-তালিমবাজ মহিলারা সাধারণ খেটে খাওয়া মা-বোনদের নানাভাবে বিভ্রান্ত করছে। এই ধরনের তালিমবাজ মহিলাদের প্রতারণা থেকে নিজেদের সতর্ক ও নিরাপদ থাকাতে হবে। 

রবিবার ঈশ্বরদী উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সরকার বিভাগের রুরাল এমপ্লয়মেন্ট রোড মেনটেনেন্স প্রোগ্রাম-১ (আরইআরএমপি-১) ২য় পর্যায় প্রকল্পের অধীনে নারী কর্মীদের সঞ্চয়ের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শরীফ এ কথা বলেন।

মন্ত্রী শরীফ আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বি করার লক্ষ্যেই আরইআরএমপি প্রকল্পের সূচনা করেছেন। নারীর ক্ষমতায়ন ও নারীদের উন্নয়নে সম অধিকার নিশ্চিত করেছেন।

মন্ত্রী বলেন, নারীদের ছোট বা খাটো করে কোনো উন্নয়নই সম্ভব নয়। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে এদেশের দরিদ্র ও অক্ষম মানুষদের জন্য নানা ধরনের ভাতার ব্যবস্থা করেছেন। স্বামী পরিত্যক্তা ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা নারীদের কল্যাণের কথা চিন্তা করেই করা হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা এদেশের প্রতেক মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার সুষ্ঠু নেতৃত্বের কারণেই দেশ আজ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে এসে দাঁড়িয়েছে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই এদেশ উন্নত দেশের সাড়িতে দাঁড়াবে। পরে মন্ত্রী ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়নের ৭০ জন নারীর মাঝে ২ বছর মেয়াদী তাদের সঞ্চয়কৃত অর্থ হতে প্রত্যেককে ৩৭ হাজার ৮৭৩ টাকার চেক ও সনদপত্র বিতরণ করেন।
পরে মন্ত্রী একই স্থানে ১৯৭১ সালের ২৫ শে মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী এনামুল কবীর, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক জুলমত হোসেন ও আতিয়ার রহমান ভোলা উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/মার্চ ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test