E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

২০১৮ মার্চ ২৬ ১৮:৩৬:৫০
চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সোমবার ভোরে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনি ও মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্মৃতি ফলকে উপজেলা প্রশাসন ছাড়াও শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন।

পরে সকাল ৮টায় বালুচর খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় ডিসপ্লে ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন, পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল।

পরে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রর্দশন করা হয়। কুচকাওয়াজে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধণা প্রদান করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাবনা জেলা পরিষদ সদস্য মো. হেলাল উদ্দিন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা।

এ সময় পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল করিম খান আরজ, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন, থানার ওসি (প্রশাসন) এসএম আহসান হাবীব, ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী এসএম মোজাহারুল হক, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মুন্নাফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব এলাহী বিশু, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মির্জা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ শিক্ষক, বিভিন্ন দপ্তর প্রধান, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এসএইচএম/এসপি/মার্চ ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test