E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

২০১৮ এপ্রিল ১৭ ১৬:৫৯:৪৪
ঈশ্বরদীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। 

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ মুক্তিযুদ্ধে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পাঠ ও ১ মিনিট নীরবতা পালন করা হয়।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম অস্তিত্বের দিবস। এ দিনটিতে জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে মেহেরপুরের আম্রকাননে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠসহ বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়।

মন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চের পরে ২৮ শে মার্চ ও ২৯ শে মার্চ পাবনা পুলিশ লাইন ও মাধপুরে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক যুদ্ধে প্রশিক্ষণ বিহীন বাঙালিদের যে জনযুদ্ধ সংঘঠিত হয়েছিল তা বাংলাদেশের ইতিহাসে চির উজ্জ্বল হয়ে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, জেলা কমিটির মহিলা সম্পাদিকা মাহজেবিন শিরিণ পিয়া, ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সুমন দাস প্রমুখ।

(এসকেকে/এসপি/এপ্রিল ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test