E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেষ দিনে টাঙ্গাইলের ৮ টি আসনে সকল রাজনৈতিক দলের মনোনয়ন দাখিল

২০১৮ নভেম্বর ২৮ ১৮:৫৯:০৫
শেষ দিনে টাঙ্গাইলের ৮ টি আসনে সকল রাজনৈতিক দলের মনোনয়ন দাখিল

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে বুধবার সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের কার্য়ালয় সহ নিজ এলাকায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

জেলা রিটার্নিং অফিস কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অবঃ ) মাহমুদুল হাসান, আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি ছানোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী, জাতীয় পার্টি (এরশাদ) পীরজাদা শফিউল্লাহ আল মনির, জাতীয় পার্টি (জেপি) সাদেক সিদ্দিকীসহ অন্যান্য প্রার্থীরা।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিএনপি প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন, সরকার শহীদসহ অন্যান্য প্রার্থীরা।

টাঙ্গাইল-২ (গোপালপুর- ভূঞাপুর) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোট মনির, কারাগারে আটক বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুর পক্ষে তার ভাই আজাদ ও জেলা বিএনপির সভাপতি শামসুল আলম তোফা মনোনয়ন পত্র দাখিল করেন।

টাঙ্গাইল -৩ (ঘাটাইল) বিএনপি প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান খান।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উওম, আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাসান ইমাম খান, বিএনপি প্রার্থী লুৎফর রহমান মতিন ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ ১১জন মনোনয়ন জমা দিয়েছেন।

টাঙ্গাইল-৬ (নাগরপুর) আওয়ামী লীগের প্রার্থী আহসানুল হক টিটু, বিএনপি প্রার্থী, সাবেক মন্ত্রী এডভোকেট গৌতম চক্রবর্তী।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি একাব্বর হোসেন, বিএনপি প্রার্থী কারাগারে আটক আবুল কালাম আজাদ ও সাইদ সোহরাব।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর): আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলাম, কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমসহ অন্যান্য প্রার্থীরা।

(আরকেপি/এসপি/নভেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test