E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে আগ্নেয়াস্ত্র, জালটাকা ও মাদকদ্রব্যসহ আটক ৩

২০১৮ ডিসেম্বর ২৬ ১৭:০৬:১৫
গৌরনদীতে আগ্নেয়াস্ত্র, জালটাকা ও মাদকদ্রব্যসহ আটক ৩

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : র‌্যাব-৮ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, জালটাকা ও বিপুল পরিমান মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে বরিশাল নগরীর রূপাতলীস্থ র‌্যাব-৮ এর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেলে পাঁচটার দিকে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, ১২২ বোতল ফেন্সিডিল, চার কেজি গাঁজা, দুই বোতল বিদেশী মদ, তিন হাজার চারশত পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ হাজার টাকার জাল নোট, মাদকদ্রব্য বিক্রির ৫৬ হাজার ৭৮৫ টাকা, ১১টি সিম ও ১২টি মোবাইল সেটসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো, দক্ষিণাঞ্চলের ইয়াবা ডিলার গৌরনদীর কটস্থল গ্রামের বাসিন্দা ইঙ্গুল মাঝির পুত্র হিরা মাঝি (৩৮) ও তার সহযোগী একই এলাকার বাসিন্দা লিয়াকত আলী বেপারীর পুত্র বিপ্লব বেপারী (২৬) এবং গৌরনদীর সুন্দরদী এলাকার সন্তোষ কুমার মিত্রের পুত্র পলাশ মিত্র (২৮)।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উদ্ধার হওয়া অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদে আটককৃতরা কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। তারা বড় ধরণের নাশকতার জন্য এই অবৈধ অস্ত্র মজুদ করেছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে গৌরনদী থানায় জালটাকা, অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের মধ্যে সর্বপ্রথম মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করা গৌরনদী মডেল থানার সাবেক ওসি ফিরোজ কবির সর্বপ্রথম মাদক আমদানিকারক হিরা মাঝিকে গ্রেফতার করেছিলো। যেকারনে রহস্যজনকভাবে ওসি ফিরোজ কবিরকে গৌরনদী থেকে সরিয়ে নেয়া হয়। সূত্রে আরও জানা গেছে, দক্ষিণাঞ্চলের ইয়াবা আমদানিকারক হিরা মাঝির সাথে প্রশাসনের কতিপয় কর্মকর্তার গভীর সখ্যতা থাকায় বিশাল বাহিনীর মাধ্যমে দীর্ঘদিন থেকে প্রকাশ্যে সে (হিরা) মাদকের রমরমা বাণিজ্য করে আসছে। ফিরোজ কবিরের পর হিরা মাঝিকে আর কেউ গ্রেফতার করতে সাহস পায়নি।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test