E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বদলগাছীতে ডিগ্রী কলেজের সভাপতির বিরুদ্ধে অভিযোগ !

২০১৪ আগস্ট ০৫ ১৭:০২:৩৩
বদলগাছীতে ডিগ্রী কলেজের সভাপতির বিরুদ্ধে অভিযোগ !

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার কোলা আদর্শ ডিগ্রী কলেজের সভাপতি এসকেন্দার মির্জা বাচ্চুর বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতার অভিযোগ তুলে ধরে গত ৩ আগষ্ট কলেজের গভর্নিং বডির আবু বক্কর সিদ্দিকসহ ৬ জন স্বাক্ষরিত একটি অভিযোগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাখিল করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০১৩ সালে গঠিত গর্ভনিং বডি বলবৎ থাকা কালিন জাতীয় সংসদ নির্বাচনের পর পুর্বের সভাপতি ও ২ জন সদস্যকে পরিবর্তন করে স্থানীয় সংসদ সদস্য মনোনীত আওয়ামীলীগ নেতা এসকেন্দার মির্জা বাচ্ছু কে পূর্বের গর্ভনিং বডিতে সংযুক্ত করে সভাপতি মনোনীত করা হয়। যা গত ২২/০৪/২০১৪ তারিখে অনুমোদিত হয়। কিন্তু কোন ডিগ্রী কলেজের গর্ভনিং বডির সভাপতি নির্বাচিত হতে হলে গত ২৫/০৮/২০১৩ তারিখের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৭৯তম সভায় সিদ্ধান্ত মোতাবেক সংসদ সদস্য ছাড়া কোন ব্যক্তি গর্ভনিং বডির সভাপতি হলে তাকে কমপক্ষে স্নাতক ডিগ্রীধারী হতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিপত্র ও সিদ্ধান্ত অনুযায়ী ওই গর্ভনিং বডির বর্তমান সভাপতি এসকেন্দার মির্জা বাচ্চু অবৈধ। কারন সভাপতি এসকেন্দার মির্জা বাচ্চু উচ্চ মাধ্যমিক পাশ। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিপত্রের নিয়মনীতিকে তোয়াক্কা না করে উচ্চ মাধ্যমিক পাশ এসকেন্দার মির্জা বাচ্চু এখনও সভাপতি পদে বহালতবিয়তে রয়েছে। এবিষয়ে অভিযোগকারী চলমান গর্ভনিং বডির অন্যতম বিদে্যুাৎসাহী সদস্য আবু বক্কর সিদ্দিক জানান, কলেজের গর্ভনিং বডির সদস্য হওয়ার জন্য নিজেকে বিএ পাশ বলে তার জীবন বৃত্তান্তে উল্লেখ করেছেন। কিন্তু তিনি বিএ পাশ নন। তার প্রমান হিসাবে আবু বক্কর সিদ্দিক আরও জানান, এসকেন্দার মির্জা বাচ্চু কয়েক বার কোলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহন করেছেন।

সেখানে তিনি তার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ বলে উল্লেখ করেছেন। সর্বশেষে গত উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি চেয়ারম্যান প্রার্থী হিসাবে উচ্চ মাধ্যমিক পাশ বলে হলফ নামায় উল্লেখ করেছেন। অথচ একই ব্যক্তি রাতারাতি বিএ পাশ দেখিয়ে একটি ডিগ্রী কলেজের গর্ভনিং বডির সভাপতি কিভাবে হলেন, তা অত্র কলেজের ছাত্র/ছাত্রীর অভিভাবক ও গর্ভনিং বডির অন্য সদস্যরা হতবাক হয়ে পড়েছেন।

তাই উক্ত কলেজের চলমান গর্ভনিং বডির ৬ জন সদস্য বিষয়টি তদন্ত পূর্বক সভাপতি এসকেন্দার মির্জা বাচ্চুর বিএ পাশের সনদপত্র যাচাই বাছাই করে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকত এর নিকট এই অভিযোগ পত্র দাখিল করেন। এবিষয়ে সভাপতি এসকেন্দার মির্জা বাচ্চুর সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায় এবং ওই কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দীন এর সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
(বিএম/এএস/আগস্ট ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test