E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে বসে থাকা শিক্ষার্থীদের জন্য করোনো বিষয়ক রচনা লেখার আহ্বান

২০২০ এপ্রিল ১১ ১৩:৫৩:৪৮
তাড়াশে বসে থাকা শিক্ষার্থীদের জন্য করোনো বিষয়ক রচনা লেখার আহ্বান

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থীদের এখন অলস সময় কাটছে । আর এই সময়টাকে শিক্ষার মধ্যে রাখতে এবং তাদেরকে উজ্জীবিত করতে তাড়াশ উপজেলা প্রশাসন শিক্ষার্থীদের জন্য একটি ব্যাতিক্রমী উদ্দ্যোগ নিয়েছে। তাহল দীর্ঘ এই ছুটির সময়টাতে ‘‘ করোনা প্রতিরোধের দিনগুলোতে আমি এবং আমার পরিবার’’ শীর্ষক ১০০০ শব্দের মধ্যে রচনা লেখা আহব্বান করা হয়েছে। 

আর লেখার শর্ত হচ্ছে , বাড়িতে থেকেই তা নিজেকেই লিখতে হবে। লেখার ক্ষেত্রে নিজেকে সৎ থাকতে হবে এবং বাবা, মা সহ পরিবারের অভিভাবকদের লেখাটি পড়িয়ে নিতে হবে। সেক্ষেত্রে যে কোন শিক্ষার্থী হলেই হবে। এ রকম একটি আহ্বান সম্বলিত নোটিশ উপজেলা প্রশাসনের সরকারী ফেসবুক পেজে গত ৭ এপ্রিল ২০২০ তারিখে স্ট্যাটাস দেয়া হয়েছে। আর এই ৪ দিনে নোটিশটি এলাকার অনেক শিক্ষার্থীদের মধ্যে আলোচনার বিষয়বস্ত হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া ওই স্ট্যাটাসে পরামর্শ হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেখা হয়েছে বিশ্বের বড় এই দুর্যোগে আমাদের প্রত্যককে সুনাগরিকের মত আচরণ করতে হবে। আমাদের সরকারের দেয়া বিধি নিষেধ মেনে চলতে হবে। নিজের স্বার্থে ও দেশের স্বার্থে। আর তাড়াশ ইউএনও ইফফাত জাহানের এ রকম ব্যাতিক্রমী উদ্দ্যোগটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেয়ে উপজেলার অনেক শিক্ষার্থীদের মধ্যে উজ্জীবিত ভাব দেখা দিয়েছে।

ফেসবুক ব্যবহারকারী সুজন কুমার মাল জানান, ইউএনও স্যারের এই উদ্দ্যোগটা চমৎকার। শিক্ষার্থীদের এই রচনা প্রতিযোগীতায় নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে পারবে এবং তাতে তাদের মেধার বিকাশও হবে।

তাড়াশ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী তাসনিম জানায়, বাবার মাধ্যমে লেখাটি আহব্বান করার বিষয়টি জেনে আমার কাছে মনে হয়েছে এই মূহূর্তে লেখাটি আহব্বান করা ‘‘ চমৎকার একটি সিদ্ধান্ত ’’ বটে।
অপরদিকে উপজেলা প্রশাসনের ওই স্ট্যাটাসে বলা হয় এপ্রিলের ১৫ তারিখের মধ্যে লেখা পাঠানোর জন্য ই-মেইল এ্যাড্রেস জানিয়ে দেয়া হবে।

এ প্রসঙ্গে তাড়াশ ইউএনও ইফফাত জাহান জানান জানান, এই মূহুর্তে বাড়িতে বসে থাকা শিক্ষার্থীদের করোনা বিষয়ক সচেতনা করতে তাদেরকে হোম ওয়ার্ক করার জন্য উদজ্জীবিত করা হচ্ছে। পরবর্তীতে শিক্ষার্থীদের মধ্যে যাদের লেখা ভাল হবে তাদের কে পুরষ্কৃত করা হবে।

(এমএস/এসপি/এপ্রিল ১১, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test