E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে করোনায় অস্থায়ী কাঁচা বাজারে খুচরা ও পাইরাকী বিক্রেতাদের দ্বন্দ্ব

২০২০ জুন ০৮ ১৬:১৬:৪২
দিনাজপুরে করোনায় অস্থায়ী কাঁচা বাজারে খুচরা ও পাইরাকী বিক্রেতাদের দ্বন্দ্ব

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : করোনারভাইরাসের সংক্রমন এড়াতে সামাজিক দূরত্ব রজায় রাখার জন্য দিনাজপুরের ঐতিহ্যবাহী বাহাদুর বাজার এন এ মার্কেটের খুচরা ও পাইকারি কাঁচা বাজার অন্যত্র অস্থায়ীভাবে সরিয়ে নেয়ায় ক্রেতারা স্বস্তি প্রকাশ করলেও বিক্রেতা পড়েছেন বিপাকে। ইজাদারের অতিরিক্ত টোল আদায়ের ঝামেলা থেকে মুক্ত হলেও পাইকারী ও খুচরা বিক্রেতাদের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব।

দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী বাহাদুর বাজার এন এ মার্কেটটি এখন অস্থায়ীভাবে শহরের দু’টি স্থানে ঐহিত্যবাহী গোর-এ-শহীদ বড় ময়দানে খুচরা কাঁচা বাজার এবং জিলা স্কুল মাঠে পাইকারী কাঁচা বাজার আড়তদারদের অবস্থান। বড় ময়দানে কাঁচা তরিতরকারির পাশাপাশি মাছ ও মাংস এবং মশলা বাজারও স্থানান্তর করা হয়েছে। আর জিলা স্কুল মাঠে আড়তদারদের পাইকারী কাঁচা বাজারের ব্যবস্থা রয়েছে। করোনারভাইরাসের সংক্রমন এড়াতে সামাজিক দূরত্ব রজায় রাখার জন্য দিনাজপুরের ঐতিহ্যবাহী বাহাদুর বাজার এন এ মার্কেটের খুচরা ও পাইকারি কাঁচা বাজার অন্যত্র স্থানান্তরে ক্রেতারা স্বস্তির নিঃশ্বাস ফেলে।

কিন্তু, অস্থায়ী বাজারে বিক্রেতাদের সাথে অতিরিক্ত টোল আদায় নিয়ে ঝামেলা শুরু হয় এন এ মার্কেটের ইজারাদারের।এনিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। আহত হয় কয়েকজন ব্যবসায়ী।এঘটনার প্রতিবাদে খুঁচরা ও পাইকারী বিক্রেতারা একদিন দোকান-পাট বন্ধ রাখে। পরে পৌর কর্তৃপক্ষের মধ্যস্থতায় স্থানীয় প্রশাসন বিষয়টির সমঝোয় নিয়ে আসে। কিন্তু, আবারো দ্বন্দ্ব শুরু হয়,খুচরা ও পাইকারী বিক্রেতাদের মধ্যে। খুচরা বিক্রেতাদের অভিযোগ, পাইকারী বিক্রেতারাও খুচরা বিক্রয় শুরু করেছে।

এতে ক্রেতারা পাইকারী বাজার থেকেই খুচরা সব্জি ক্রয় করছেন। একারণে বিপাকে পড়ছেন, খুচরা কিক্রেতারা বলে খুচরা ব্যবসায়ী ফরিদ, এনায়েত, খোকন, মুজাম্মেল, রফিকুলসহ অন্যরা অভিযোগ করেছেন। বলেছেন,এ ভাবে চলতে থাকলে তারা খুবই ক্ষতির সম্মুখিন হচ্ছেন। মানুষ জিলা স্কুল থেকেই মালামাল ক্রয় করে চলে যায়। আর তারা বড় ময়দানের দিকে অগ্রসর হয় না। এতে অনক খুচরা বিক্রেতার কাঁচামাল বিক্রি না হয়ে নষ্ট ও পঁচে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন,খুচরা ব্যবসায়ীরা। তাই, এভাবে চললে তারা তাদের পূর্বেও বাজার এন এ মার্কেটেই ফিরে যাবে।

অন্যদিকে পাইকারী বিক্রেতা আড়তদার কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক রুবেল ইসলাম জানিয়েছেন,খুচরা বিক্রেতাদের অভিযোগ অবান্তর। সঠিক নয়। কেউ পাইকারী কাাঁচা মাল ক্রয় করতে এতে এক মন নিতে না পারলে ৫/১০ কেজি চাইলেও কিছু পাইকারী বিক্রেতা হয়তো তা দেয়। এটা দোষের কিসের ?

এ বিষয়টি দিনাজপুর পৌরসভার মেয়রের কাছেও অভিযোগ করেছে খুচরা বিক্রেতারা। এই অরাজকতা পরিস্থিতি বন্ধ না হলে খুচরা ব্যবসায়ীরা আবারো পূণঃরায় বাহাদুর বাজার এন্এ মার্কেটে ফিরে যাওয়ার দাবী তুলেছেন।

কিন্তু, করোনারভাইরাসের সংক্রমন এড়াতে সামাজিক দূরত্ব রজায় রাখার জন্য বিষয়টি সমঝোতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

করোনার সংক্রমন এড়াতে শহরের ঐতিহ্যবাহী বাহাদুর বাজারটি গোর-এ-শহীদ বড় ময়দানে স্থানান্তর করা হয়েছে। সংকটময় মুহুর্তে এই গোর-এ-শহীদ বড় ময়দানটি জেলাবাসীর জন্য আশির্বাদ বলে অবহিত করেছেন, সূধিজন। সচেতনার সাথে সামাজিক দূরত্ব রজায় রেখে এই বাজারটি পরিচালিত হোক, এমনটাই প্রত্যাশা করছেন সচেতন মহল।

(এসএএস/এসপি/জুন ০৮, ২০২০)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test