E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনা প্রতিরোধ

সাতক্ষীরায় চলছে ভ্রমাম্যমান আদালতের অভিযান, মোট জরিমানা আদায় ৩৭ লক্ষাধিক টাকা

২০২০ জুন ১৭ ১৯:১৩:৫৭
সাতক্ষীরায় চলছে ভ্রমাম্যমান আদালতের অভিযান, মোট জরিমানা আদায় ৩৭ লক্ষাধিক টাকা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করতে সাতক্ষীরায় নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে। জেলা শহরসহ বিভিন্ন উপজেলা গুলোতে এই অভিযান অব্যাহত থাকলেও সাধারন মানুষ যেন কিছুতেই মানছেননা সামাজিক দূরত্ব। একই সাথে অনেকেই ব্যবহার করছেননা মাস্ক। এরফলে আইন শৃখংলা বাহিনীর সদস্যরা রীতিমত হিমশিম খাচ্ছেন। 

এদিকে, সরকারী আদেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে গত ২৪ ঘন্টায় ৪২ টি মামলায় ২১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আর গত ১ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৬৫টি মামলায় ১ লাখ ৬২ হাজার ৬০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া জেলায় করোনা প্রতিরোধে শুরু থেকে আজ পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন শতাধিক মামলায় মোট ৩৭ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

(আরকে/এসপি/জুন ১৭, ২০২০)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test