E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় নতুন করে দুই ব্যাংক কর্মকর্তা ও দুই পুলিশ কর্মকর্তার করোনা শনাক্ত

২০২০ জুন ১৯ ১৬:২৩:০২
সাতক্ষীরায় নতুন করে দুই ব্যাংক কর্মকর্তা ও দুই পুলিশ কর্মকর্তার করোনা শনাক্ত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় নতুন করে আরো দুই ব্যাংক কর্মকর্তার করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শুক্রবার দুপুরে খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ৮৭ জন করোনা শনাক্ত হয়েছে।

করোনা আক্রান্ত ব্যাংক কর্মকর্তারা হলেন, কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের রুস্তম আলী সরদারের ছেলে ও ইসলামী ব্যাংক খুলনার দৌলতপুর শাখার প্রিন্সিপাল অফিসার আসাদুল ইসলাম (৪৫) এবং কালিগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের ইউছুফ আলী মোড়লের ছেলে ও ইসলামী ব্যাংক খুলনা জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার শাহিন হোসেন(৩৫)।
করোনা পজেটিভ সনাক্ত হওয়া দু’ পুলিশ কর্মকর্তা হলেন, সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত নায়েক হাফিজুর রহমান ও কলারোয়া থানার সহকারি উপপরিদর্শক আশরাফুল ইসলাম। ইতিমধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ তার আশে পাশের কয়েকটি বাড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট এক হাজার ৪৯১ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে এক হাজার ২৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৮৭ জনের করোনা পজিটিভ ও বাকীসব রিপোর্ট নেগেটিভ এসেছে।

(আরকে/এসপি/জুন ১৯, ২০২০)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test