E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহাদেবপুরে পৃথকভাবে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন, দলে দ্বিধা-বিভক্তি!

২০১৪ আগস্ট ১৬ ১৪:৫৫:৩৫
মহাদেবপুরে পৃথকভাবে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন, দলে দ্বিধা-বিভক্তি!

নওগাঁ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদত বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শুক্রবার নওগাঁর মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগ ও স্থানীয় এমপি পৃথকভাবে কর্মসূচী পালন করায় দলীয় নেতাকর্মীদের মাঝে হতাশার সুর বিরাজ করছে। এই কর্মসূচীর মধ্যদিয়ে মহাদেবপুরে আওয়ামীলীগের দ্বিধা-বিভক্তি সুষ্পষ্ট হয়ে উঠেছে। নেতা-কর্মীরাও পৃথক দু’টি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। সঠিক নেতৃত্বের অভাবে বর্তমানে ক্ষমতায় থাকা আওয়ামীলীগ নওগাঁ জেলায় চরম ভাঙ্গনের মুখে পড়েছে।

মহাদেবপুরে আওয়ামীলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, কাঙ্গালী ভোজ এবং আলোচনা সভার আয়োজন করে। উপজেলা সদরের বুলবুল সিনেমা হল সংলগ্ন দলের অস্থায়ী কার্যালয় চত্বরে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আহসান হাবিব ভোদন, অনুকুল চন্দ্র সাহা বুদু, মোহায়মিনুল ইসলাম দুলাল, আশেক এলাহী, রিপন বিশ্বাস নিপন, মাসুদুর রহমান, সোহাগ প্রমুখ।
অপরদিকে স্থানীয় এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমের উদ্যোগে অস্থায়ী ভবনে পৃথকভাবে বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, কাঙ্গালী ভোজ, শোক র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ময়নুল ইসলাম ময়েনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, মঞ্জুর আলম মঞ্জু, মাহবুবুর রহমান ধলু, খন্দকার আ. কুদ্দুস, কাউসার আলী প্রমুখ বক্তব্য রাখেন।
(বিএম/এএস/আগস্ট ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test