E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুড়িগ্রামে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন শীর্ষক সেমিনার 

২০২০ ডিসেম্বর ০২ ১৮:১৩:০৩
কুড়িগ্রামে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন শীর্ষক সেমিনার 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাসস্ট্যান্ড সংলগ্ন অফিস হলরুমে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রোকোনুজ্জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক সঞ্জিদা ফেরদৌসি, কুড়িগ্রাম পৌরসভার কাউন্সিলর রোস্তম আলী তোতা, সোনালী ব্যাংকের অফিসার মকবুল হোসেন প্রমুখ ।

সরকারের ২৩টি মন্ত্রণালয়ের অধীন ১৪৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহনকারীদের মধ্যে সৃষ্ট সমস্যা নিরসনের উপায় নিয়ে পেপার প্রেজেন্টশন উপস্থাপন করেন শহর সমাজসেবা অফিসার আবু সুফিয়ান। এসময় পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণসহ উদ্যোক্তরা উপস্থিত ছিলেন।

(পিএস/এসপি/ডিসেম্বর ০২, ২০২০)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test