E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে আত্মহত্যা!

২০১৪ আগস্ট ২০ ১২:২২:০১
বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে আত্মহত্যা!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে আফরুজা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। উপজেলার উমার ইউনিয়নের সীমান্তবর্তী বাসুদেবপুর গ্রামে বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

আফরুজা ওই গ্রামের আতিকুর রহমানের মেয়ে। সে চণ্ডিপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

প্রতিবেশীরা জানান, কয়েকদিন ধরে আফরুজার বিয়ে দেওয়ার জন্য তার পরিবারে আলোচনা চলছিল। বিষয়টি জানার পর লেখাপড়া শেষ না করে বিয়ে করবে না বলে পরিবারকে সাফ জানিয়ে দেয় আফরুজা। কিন্তু মেয়ের অমতে বিয়ের প্রস্তুতি নেওয়ায় আফরুজা আত্মহত্যা করেছে বলে জানান প্রতিবেশীরা।

এ বিষয়ে ধামইরহাট থানার ওসি (তদন্ত) নাজমুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। সকাল সাড়ে ১০টার দিকে মৃতদেহ উদ্ধারের জন্য থানা থেকে লোক পাঠানো হয়েছে। তারা আসলে বিষয়টি জানা যাবে।

আফরুজার মা সাহেরা বানু বলেন, ‘অভাব-অনটনের কারণে আমরা আফরুজার বিয়ের ব্যাপারে আলোচনা করছিলাম। কিন্তু সে তাতে রাজি ছিল না। তার একই কথা ছিল পড়াশোনা শেষ না করে সে বিয়ে করবে না। এ নিয়ে কয়েক দিন ধরে ওর মন খারাপ ছিল। ঠিকমতো স্কুলেও যেত না।’

তিনি জানান, মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে আফরুজা। বুধবার ভোরে সে প্রকৃতির ডাকে বাড়ির বাইরে যায়। কিছুক্ষণ পর সে ঘরে প্রবেশ করে। এমন সময় তিনি মেয়ের চিৎকার শুনে ঘরে গিয়ে দেখেন তার মেয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। তড়িঘড়ি করে মেয়ের গলা থেকে ফাঁস খুললেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

(ওএস/এইচআর/আগস্ট ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test