E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নারায়ণগঞ্জে নজরুলের ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে

২০১৪ আগস্ট ২৩ ১১:২০:৪৬
নারায়ণগঞ্জে নজরুলের ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনায় নিহত প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের শূন্য ওয়ার্ডের উপ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের মিজমিজি, পাইনাদী, মৌচাক, নতুন মহল্লা, আব্দুল আলী পুল, হীরাঝিল, মুজিববাগ, মিতালী মার্কেট এলাকা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই নং ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডের মোট ভোটার ১৬ হাজার ৭২৯ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৫১৬ এবং নারী ৮ হাজার ২১৩ জন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। এর মধ্যে নারায়ণগঞ্জে ৭ খুনে নিহত হওয়ার ঘটনায় কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি নির্বাচন করছেন সিংহ প্রতীক নিয়ে। অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও ২০ দলীয় প্রার্থী ইকবাল হোসেন (আপেল) ও মাসুদ রানা (পদ্ম ফুল)।

নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান, ৮টি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া দু’টি স্পটে অন্তত ৮০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স তো রয়েছেই।

গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে র‌্যাব পরিচয়ে অপহরণ করা হয় প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার চর ধলেশ্বরী এলাকা থেকে ৭ জনের লাশ উদ্ধার করা হয়।

(ওএস/এইচআর/আগস্ট ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test