E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সন্তানসহ প্রবাসীর স্ত্রী উধাও, সন্ধান দিলে ১ লক্ষ টাকা পুরস্কার

২০২১ মার্চ ০১ ২১:৫৮:০৯
সন্তানসহ প্রবাসীর স্ত্রী উধাও, সন্ধান দিলে ১ লক্ষ টাকা পুরস্কার

অমর ডি কস্তা, নাটোর : নাটোরের গুরুদাসপুরে  নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৭ বছরের শিশু সন্তান নিয়ে পালিয়েছে প্রবাসীর স্ত্রী। গত ২৫ ফেব্রুয়ারী উপজেলার মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী বাদী হয়ে ওই রাতেই গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে সন্তান সহ স্ত্রী'র সন্ধানদাতাকে ১লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষনা দিয়েছেন স্বামী আবুল বাশার। 

সুত্রে জানা যায়, উপজেলার মশিন্দা গ্রামের মৃত রমজান আলীর ছেলে প্রবাসী আবুল বাশার (৩২) এর সাথে ২০১৩ সালে পাশ্ববর্তী তাড়াশ উপজেলার মাগুড়া গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে সম্পা খাতুন (২৫) এর বিয়ে হয় । সংসারের স্বচ্ছলতা আনতে বিয়ের চার মাস পরে স্ত্রীকে রেখে সৌদি আরবে যান আবুল বাশার। বিয়ের এক বছর পরে তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। যার বয়স এখন ৭ বছর। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সৌদি থেকে তিনি বাসায় আসেন। বাসায় আসার কয়েকদিনের মধ্যেই আবুল বাশারের মা অসুস্থ বোধ করলে তিনি তার মাকে নিয়ে হাসপাতালে আসলে তাদের অগোচরে বাড়িতে থাকা ১৭ ভরি স্বর্ণের অলংকার ও ৫ লক্ষ টাকাসহ ৭ বছরের সন্তান বাধন পারভেজ কে নিয়ে তার স্ত্রী পালিয়ে গেছে। তবে কিভাবে কার সাথে পালিয়ে গিয়েছে তা এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি।

ভুক্তভুগি প্রবাসী আবুল বাশার জানান, তিনি তার স্ত্রী সন্তানকে খুব ভালোবাসতেন। তাদের কোন চাহিদা কখনও অপূর্ণ রাখেননি। সৌদি থাকা অবস্থায় তার স্ত্রী সম্পা খাতুনকে তিনি দুই বার ওমরা হজ্বও করিয়েছেন। কয়েকদিন পূর্বে বাসায় এসে তার মা অসুস্থ হওয়ায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। তাদের অগোচরে তার স্ত্রী বাড়িতে থাকা নগদ ৫ লক্ষ টাকা ও ১৭ ভরি স্বর্ণ অলংকারসহ তার ৭ বছরের ছেলেকে নিয়ে পালিয়ে যান। তবে সঙ্গে সঙ্গেই তার স্ত্রীর পরিবার-পরিজনদেরকে তার উধাও হওয়ার বিষয়টি জানানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুজি করেও তাদেরকে পাওয়া যায়নি। তিনি পালিয়ে যাওয়া স্ত্রী ও সন্তানকে খুঁজে পাওয়ার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ লক্ষ টাকা পুরস্কারও ঘোষনা করেছেন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে তদন্ত চলছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে তাদের সন্ধান পাওয়া যাবে।

(এডিকে/এসপি/মার্চ ০১, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test