E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা সীমান্তের তলুইগাছায় জমি জবরদখলের চেষ্টা

২০২১ মার্চ ২৮ ১৯:১৬:৪৮
সাতক্ষীরা সীমান্তের তলুইগাছায় জমি জবরদখলের চেষ্টা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দাদী ও বাবা বিক্রি করে যাওয়ার পরও ওই জমি নিজের বলে দাবি করে জবরদখলের চেষ্টা করা হয়েছে। রোববার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদরের তলুইগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

দক্ষিণ তলুইগাছা গ্রামের সাহেবুর রহমান জানান, একই গ্রামের মাওলাবক্সের স্ত্রী তার নাবালক তিন সন্তান সায়রা খাতুন, আব্দুর রাজ্জাক ও হাজরা এর অভিভাবক হিসেবে ১৯৬১ সালে ডিএস রেকর্ড মূলে তলুইগাছা মৌজার ২২৯০ দাগসহ ছয়টি দাগে ৭২ শতক জমি কেনেন সুজাত আলী মাষ্টার। সুজাত আলী মাষ্টারের কাছ থেকে তার বাবা এজাহার আলী সরদার তারসহ (সাহেবুর) ভাই বজলুর রহমান, ফৌজদার মাষ্টার ও বোন নূরজাহানের নামে ১৯৬৮ সালেওই জমি রেজিষ্ট্রি কোবালা মূলে কিনে দেন।

পূণরায় দাবি করতে পারে এমন আশঙ্কায় মাওলাবক্সের নাবালক তিন সন্তান সায়রা খাতুন, আব্দুর রাজ্জাক ও হাজরা সাবালক হওয়ায় তাদের কাছ থেকে আবারো ১৯৮৪ সালে ওই জমি তার স্ত্রী জাহানারা ভাই বজলুর রহমানের ছেলে আশরাফুল আলম ও ফৌজদার মাষ্টারের ছেলে শাহীন আক্তারের নামে রেজিষ্ট্রি করে নেন। দীর্ঘ ৬০ বছর ধরে ওই জমি তাদের দখলে রয়েছে ও বর্তমান মাপ জরিপে তাদের নামে রেকর্ড হয়েছে। এর মধ্যে ২২৯০ দাগের ১৪ শতক জমি তার স্ত্রী জাহানারার নামে থাকায় তাদের দখলে রয়েছে।

সাহেবুর রহমান অভিযোগ করে বলেন, নাবালক থেকে সাবালক হওয়া আব্দুর রাজ্জাকের ছেলে সরোয়ারের নেতৃত্বে সিরাজুলের স্ত্রী ফাতেমা খাতুন, খোদাবক্সের ছেলে আশরাফ আলী ও আকছেদ আলী ও দাউদ গাজীর ছেলে সিরাজুল ইসলাম ২২৯০ দাগের ১৪ শতকের মধ্যে সাত শতক জমি তাদের দাবি করে রোববার সকাল ৮টার দিকে ঘর বাঁধতে আসে। বাধা দেওয়ায় তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এলে কাজ বন্ধ করে দেয় তারা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, অভিযোগ পেয়ে সহকারি উপপরিদর্শক সুভাষ শিকদারকে ঘটনাস্থলে পাঠানো হয়। উভয়পক্ষের মধ্যে মীমাংসার চেষ্টা চলছে।

(আরকে/এসপি/মার্চ ২৮, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test