E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘উন্নয়নের ধারা অব্যাহত থাকলে শীঘ্রই ২৫টি অর্থনৈতিক দেশের কাতারে চলে আসবো’

২০২১ মার্চ ২৯ ১৫:৩১:৩২
‘উন্নয়নের ধারা অব্যাহত থাকলে শীঘ্রই ২৫টি অর্থনৈতিক দেশের কাতারে চলে আসবো’

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফরিদগঞ্জে দু’দিনব্যাপী আয়োজিত উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে। গতকাল রোববার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। 

তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা দারিদ্রমুক্ত এবং একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সে স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে তিনি নিজের দিকে না তাকিয়ে এদেশের মানুষের কথা ভেবেছেন।

পাকিস্তানীদের নানা ষড়যন্ত্র ডিঙ্গিয়ে তিনি দৃঢ়চিত্তে এগিয়ে গেছেন। যার ফলে পুরো জাতি বঙ্গবন্ধুর ডাকে ঐক্যবদ্ধ হয়ে ১৯৭১ সালে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর মাত্র সাড়ে তিন বছরে তিনি সোনার বাংলা গড়ার জন্যে কাজ শুরু করেছিলেন। কিন্তু পাক বাহিনী বঙ্গবন্ধুকে হত্যা করতে সাহস না পেলেও তাদের দোসররা ঠিকই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মতো জঘন্য কাজ করে। ফলে পিছিয়ে পড়ে বাংলাদেশ, উন্নয়ন যাত্রা থেমে গিয়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধরু কন্যা শেখ হাসিনা পিতার অসমাপ্ত কাজকে এগিয়ে নিতে শুরু করেন। আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে অবস্থান করছে।

বর্তমানে আমরা ৪১তম অর্থনৈতিক শক্তির দেশের কাতারে অবস্থান করলেও উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে শীঘ্রই আমরা শীর্ষ ২৫টি অর্থনৈতিক দেশের কাতারে চলে আসবো। কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়নরা এবং স্বাধীনতাবিরোধীরা আমাদের এই যাত্রাকে মেনে নিতে পারছে না। তারা আবারো অপতৎপরতা শুরু করেছে। পাকবাহিনীর মতো শুরু করেছে ধ্বংসাত্মক কর্মকা-। বঙ্গবন্ধু প্রেমিরা এখনো সক্রিয় রয়েছে। ধৈর্য্যরে বাঁধ ভেঙ্গে গেলে তারা লুকানোর জায়গা খুঁজে পাবে না।

ইউএনও শিউলী হরির সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন। আলোচনা শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

(ইউ/এসপি/মার্চ ২৯, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test