E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে ২৪ ঘন্টায় ২৩ জন করোনায় আক্রান্ত

২০২১ এপ্রিল ২০ ১৮:৩৮:১৭
রাজবাড়ীতে ২৪ ঘন্টায় ২৩ জন করোনায় আক্রান্ত

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৩জন করোনা আক্রান্ত হয়েছে। মাস্ক পড়তে ব্যাপক উৎসাহিত করা হলেও মানুষের মধ্যে দেখা দিয়ে মাস্ক পড়তে অনিহা।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন মঙ্গলবার বলেন, গত ২৪ ঘন্টায় মোট পজিটিভ শনাক্ত হয়েছে ২৩ জন।

রাজবাড়ী সদর হাসপাতাল, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০ এপ্রিল ৩০টি নমুনা পাঠানো হয়। এরমধ্যে পজিটিভ ৫ জন ( সদর উপজেলা ৪ জন, কালুখালী ১জন )। গত ১৬ ও ১৭ এপ্রিল ৮০ টি নমুনা পাঠানো হয়। এরমধ্যে পজেটিভ ১৮ জন। সদর উপজেলা ১৭ জন প্রেরিত নমুনা ৫৫টি), পাংশা উপজেলা ১ জন (প্রেরিত নমুনা ১৩ টি), গোয়ালন্দ উপজেলা ০ জন (প্রেরিত নমুনা ৮ টি), বালিয়াকান্দি উপজেলা ০ জন (প্রেরিত নমুনা ৪ টি)। মোট পজিটিভ রোগী শনাক্ত ৩৯৩১ জন। (রাজবাড়ী সদর উপজেলা ২১৭১ জন, পাংশা উপজেলা ৮৫৯ জন, কালুখালী উপজেলা ২৪৮ জন, বালিয়াকান্দি উপজেলা ৩৩৮ জন, গোয়ালন্দ উপজেলা ৩১৫ জন )। সুস্থ্য ৩৫৯৯ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৯৫৭ জন, পাংশা উপজেলা ৭৮৪ জন, কালুখালী উপজেলা ২৩৮ জন, বালিয়াকান্দি উপজেলা ৩২৯ জন, গোয়ালন্দ উপজেলা ২৯১ জন)। মৃত্যু ৩৬ জন (রাজবাড়ী সদর উপজেলা ২০ জন, পাংশা উপজেলা ৯ জন, কালুখালী উপজেলা ৩ জন, বালিয়াকান্দি উপজেলা ২ জন, গোয়ালন্দ উপজেলা ২ জন)। হোম আইসোলেশনে চিকিৎসারত ২৮৫ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৮৪ জন, পাংশা উপজেলা ৬৫ জন, কালুখালী উপজেলা ৭ জন, বালিয়াকান্দি উপজেলা ৭ জন, গোয়ালন্দ উপজেলা ২২ জন)। হাসপাতালে ভর্তি আছেন ১১ জন( সদর ১০ জন, পাংশা ১ জন)।

(একে/এসপি/এপ্রিল ২০, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test