E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কানাইপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জনগণের হাতে তুুলে দিলেন চেয়ারম্যান বেলায়েত হোসেন

২০২১ মে ১১ ১৮:১১:০৫
কানাইপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জনগণের হাতে তুুলে দিলেন চেয়ারম্যান বেলায়েত হোসেন

দিলীপ চন্দ, ফরিদপুর : মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহার আর্থিক সহায়তা প্রদান শুরু হয়েছে ফরিদপুরে। জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় আজ মঙ্গলবার সকালে কানাইপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

৯নং কানাইপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বেলা ১১ টায় এ আর্থিক সহায়তা প্রদান শুরু হয়। করোনাকালীন স্বাস্ধ্যবিধি মেনে সকলের মাঝে উপহার নগদ অর্থ প্রদান করা হয়।

ফরিদপুরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও কোভিদ এর প্রভাবে কর্মহীন অতি দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় এ নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

ইউএনও মোঃ মাসুম রেজা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন এদেশের কোন মানুষ কষ্টে থাকবে না, তারই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দরিদ্র মুক্ত দেশ গড়ার যে অঙ্গিকার দিয়েছিলেন সেটা বাস্তবায়ন করতে ফরিদপুর উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এবং এ কর্মসূচির আওতায় সদর উপজেলার ১২ ইউনিয়নের ২৪ হাজার ৬৯০ জন মানুষের মাঝে প্রত্যেককে ৪৫০টাকা করে মোট ১কোটি ১১ লাখ টাকা বিতরণ করা হয়।

উপকারভোগীরা জানান, আমরা বিভিন্ন সময়ে অভাবের কারনে কষ্টের সাথে জরিয়ে পরে থাকি, কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এই নগদ আর্থিক সহযোগিতা পেয়ে অনেকটা উপকৃত হলাম।

চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন জানান, মহামারী কোভিড ১৯ শুরু লগ্ন থেকেই দেশের জনগণের সুবিধার্থে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি সিদ্ধান্তই অতন্ত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই ধারাবাহিকতায় কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগদ আর্থিক সহযোগিতা প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে কানাইপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, ফরিদপুর সদরে ইউএনও মাসুম রেজা যোগদানের পর থেকেই রাত-দিন সদর উপজেলা বাসীর জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন। এমন নিষ্ঠাবান-কর্মঠ ও মানবিক গুণাবলী সম্পন্ন ইউএনও সদর উপজেলা বাসী অতীতে খুব কম পেয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় তিনি ফরিদপুরে যে ভূমিকা পালন করে যাচ্ছেন তাও নজিরবিহীন। তাঁর কর্মকান্ডে মনে হচ্ছে তিনি কেবল ইউএনও নন, ফরিদপুর সদর উপজেলার একজন সচেতন অভিভাবকও।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর সদর উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, ইউনিয়ন পরিষদের সেক্রেটারি, ইউপি সদস্য বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

(ডিসি/এসপি/মে ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test