E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রচন্ড তাপদাহে সোনারগাঁওয়ে তাল শাঁসের কেনা-বেচার ধুম

২০২১ মে ২৪ ১৮:৪৭:০৩
প্রচন্ড তাপদাহে সোনারগাঁওয়ে তাল শাঁসের কেনা-বেচার ধুম

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : প্রচন্ড তাপদাহে দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবনযাপন এরই মাঝে একটু স্বস্তি পেতে মধু মাসের ফল তালের শাঁসের কদর বেড়েছে।

সোনারগাঁও উপজেলার বিভিন্ন স্থানে ও মোড়ে মোড়ে হরদমে বিক্রি হচ্ছে তালের শাঁস। আবার কোথাও কোথাও ভ্যানযোগে পাড়া-মহল্লাতেও ঘুরে ঘুরে তালের শাঁস বিক্রি করতে দেখা যাচ্ছে।

সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় তালের শাঁস বিক্রেতা জয়নুল জানান,প্রতিবছর মধু মাসে দেশের বিভিন্ন জেলা থেকে তালের শাঁস সংগ্রহ করে আনতে হয়,এ বছর লকডাউন থাকায় গাড়ী ভাড়া ডাবল দিয়ে আনতে হচ্ছে। আমাদের এলাকার তাল কিছুদিন পর গাছ থেকে নামবে তখন বাজারে দাম কিছুটা কমে আসবে। তাল, গাছ থেকে পাড়া এবং বিক্রির উদ্দেশ্যে বাজার আনা পর্যন্ত সব খরচই আমাদের গুনতে হয়। আর গাছ মালিক তাল কেটে নামানোর আগেই তাদের পাওনা টাকা পেয়ে যান।

তিনি আরো বলেন, এবার সময় মত বৃষ্টি না হওয়ায় অন্যান্য ফলের মতো তালের ফলন কমের কারণে কিছুটা সংকটও রয়েছে। তবে তালের শাঁসের দাম বেশ ভালো পাওয়া যাচ্ছে। তাল শাঁসের সংকটে কিছুটা চড়া মূল্যে এ মৌসুমী ফল বিক্রি করতে হচ্ছে। প্রতিটি শাঁস ১০ টাকায় বিক্রি হচ্ছে।গরম বাড়ার কারণে এখন তাল শাঁসের বিক্রি বেশ ভালো। কেউ একটা দু'টা কিনছেন,আবার অনেক ক্রেতা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য পীর (একবোটা) হিসেবে তাল ক্রয় করে নিয়ে যাচ্ছেন।

সরেজমিনে ঐতিহ্যবাহী কাইকারটেক হাঁটে গিয়েও দেখা যায় তালের শাস বিক্রির ধুম লেগেছে, দাম ও একই,প্রতি শাঁস দশ টাকা। ক্রেতারা ও উৎসবমুখর ভাবে কিনে নিয়ে যাচ্ছেন।

আর ক্রেতারাও বলছেন, গত বছরের থেকে এবারে তাল শাঁসের দাম অনেকটাই বেশি। তারপরও মৌসুমি ও সুস্বাদু ফল হওয়ায় এর প্রতি আগ্রহের কমতি নেই তাদের।

(এবি/এসপি/মে ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test