E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সিরাজগঞ্জের কাজিপুরে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন

২০১৪ সেপ্টেম্বর ০৪ ২১:১২:০১
সিরাজগঞ্জের কাজিপুরে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর প্রতিক)। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল বন্যা নিয়ন্ত্রন বাধে ৪’শ পরিবারের মাঝে চাউল ও শুকনো খাবার বিতরণ করেন। এ উপলক্ষে আযোজিত সভায় মন্ত্রী বলেন, বন্যাক্রান্তদের হতাশ হওয়ার কিছু নেই। সার্বিক পরিস্থিতি মোকাবেলায় সরকার ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে। বন্যাকালীন সময়ে ত্রানের কোন অভাব হবে না। আর বন্যা পরবর্তী সময়ে এ অঞ্চলের জনগন ও ক্ষতিগ্রস্থ রাস্তাঘাটের পূর্নবাসের জন্য ভিজিএফ, ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি, টিআর ও কাবিখা প্রকল্প হাতে নেয়া হবে। একদিকে চলবে উন্নয়ন আর অন্যদিকে কৃষকরা যাতে জমিতে ফসল ফলাতে পারে সে দিকে লক্ষ্য রেখেই চলবে সকল কার্যক্রম। 

এসময় সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম, সিরাজগঞ্জ-১ আসনের সাবেক এমপি ইঞ্জিঃ তানভীর শাকিল জয়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, মহা-পরিচালক মেজবাহুল আলম, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোকতার হোসেন, সূভাষ চন্দ্র সাহা, কাজিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শওকত আলী, সাধারন সম্পাদক খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী উপজেলা পরিষদের মিলনায়তনে মতবিনিময় সভায় যোগ দেন। এর আগে তিনি হেলিকপ্টারযোগে কাজিপুরে পৌছেন।

(এসএস/অ/সেপ্টেম্বর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test