E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যমুনা-ব্রহ্মপুত্রে পানি বাড়ছে, ভাঙছে তীরবর্তী অঞ্চল

২০২১ জুলাই ০৫ ১১:২৪:১১
যমুনা-ব্রহ্মপুত্রে পানি বাড়ছে, ভাঙছে তীরবর্তী অঞ্চল

জামালপুর প্রতিনিধি : টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের যমুনা ও ব্রহ্মপুত্রসহ বিভিন্ন  নদনদীর পানি বেড়ে তীরবর্তী অঞ্চলে দেখা দিয়েছে তীব্র ভাঙন। সেই সঙ্গে নদীগর্ভে বিলীন হচ্ছে তীরবর্তী অঞ্চলের ঘরবাড়ি ও ফসলি জমি।

গত ৪ দিনে ক্রমাগত ভাঙনে জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জে প্রায় ৩ শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। হুমকিতে রয়েছে বাহাদুরাবাদ নৌ-থানা, দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী ও দেওয়ানগঞ্জ- রাজীবপুর সড়ক।

সরেজমিনে দেখা গেছে, চুকাইবাড়ি ইউনিয়নের ২ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডের চর হলকা, হাবড়াবাড়ি গুচ্ছ গ্রাম, টিনেরচর এলাকার নদী তীরবর্তী অঞ্চলের প্রায় ৩ শতাধিক পরিবারের ঘরবাড়ি ও ফসলি জমি যমুনার পেটে চলে গেছে। এসব অঞ্চলে ভাঙনের শঙ্কায় রয়েছে প্রায় হাজার পরিবার।

এছাড়া হুমকিতে রয়েছে চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ি, হাজরাবাড়ি, চর মাগুরিহাট, মন্ডল বাজার, বাহাদুরাবাদ নৌ-থানা ও দেওয়ানগঞ্জ- খোলাবাড়ি প্রধান সড়ক।

ইসলামপুরের চিকাজানি ইউনিয়নের চেয়ারম্যান মমতাজ উদ্দীন আহাম্মেদ জানান, গত ৩ বছরে এই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর ডাকাতিয়া গুচ্ছগ্রাম, হান্নান মাষ্টারের গ্রাম, হাজারী পাড়া, ২ নম্বর ওয়ার্ডের খোলাবাড়ী উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, খোলাবাড়ী জামে মসজিদসহ ১ নম্বর ওয়ার্ডের চর মাগুরী হাট নদীগর্ভে বিলীন হয়েছে। সবকিছু হারিয়ে এসব অঞ্চলের মানুষেরা নানা জায়গায় চলে গেছেন।

চলতি বছর বর্ষা মৌসুম শুরুতেই দশানী নদী ভাঙন দেখা দেওয়ায় বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোর চর, চর বাহাদুরাবাদ, পৌল্লাকান্দি, ঝালোরচর প্রাচীন জামে মসজিদ ও ঐতিহ্যবাহী ঝালোরচর হাট হুমকির মুখে পড়েছে।

এছাড়া হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুর, পশ্চিম কাঠারবিল, চরআমখাওয়া ইউনিয়নের জিঞ্জিরাম নদীর ভাঙন শুরু হওয়ায় হুমকিতে রয়েছে নদী তীরবর্তী অঞ্চলের পশ্চিম সানন্দবাড়ী, লম্বাপাড়া, সবুজপাড়া, ডাংধরা ইউনিয়নের পাথরের চর, মাখনের চর এলাকা।

বাহাদুরাবাদ নৌ-থানার ওসি মিজানুর রহমান জানান, যমুনার পানি বাড়তে থাকায় এর তীরবর্তী অঞ্চল ভাঙছে। নৌ-থানার পশ্চিমে বালুর চর জেগে ওঠার কারণে পূবপাশ দিয়ে পানির স্রোত প্রবাহিত হচ্ছে। এতে হুমকিতে রয়েছে নৌ-থানা।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, বাহাদুরাবাদের ঝালোরচর হাট ও মসজিদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেওয়াগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম আব্দুল্লাহ বিন রশিদ জানান, শনিবার (৩ জুলাই) বিকেলে ঝালোরচর মসজিদ পরিদর্শন করেছি। রবিবার (৪ জুলাই) বাহাদুরাবাদ ঝালোরচর জামে মসজিদ রক্ষায় জিও ব্যাগ ফেলার জন্য নগদ অর্থ দেওয়া হয়েছে।

(আরআর/এএস/জুলাই ০৫, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test