E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে আরও ৫০ জনের করোনা শনাক্ত

২০২১ জুলাই ০৮ ১৩:০৩:০০
জামালপুরে আরও ৫০ জনের করোনা শনাক্ত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে গত ২৪ ঘন্টায় ২৫৭টি নমুনা পরীক্ষার বিপরীতে আরও ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৪৫ শতাংশ। এ নিয়ে জেলায় ৩২৬৮ জনের করোনা শনাক্ত হলো।

সর্বশেষ ৫ জনের মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যুসংখ্যা ৬০ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় হোম আইসোলেশনে থেকে জামালপুর সদর উপজেলায় ৪০ জন, মাদারগঞ্জ উপজেলায় ২ জন, ইসলামপুর উপজেলায় ১ জন, সরিষাবাড়ী উপজেলায় ৫ জন ও দেওয়ানগঞ্জ উপজেলায় ২ জনসহ ৫০ জন সুস্থ হয়েছেন। নতুন সুস্থদের নিয়ে জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬১৯ জন করোনা রোগী।

জেলায় এ পর্যন্ত ২৭০৪৬ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩২৬৮ জনের। পরীক্ষা বিবেচনায় মোট শনাক্তের হার ১২ দশমিক ০৮ শতাংশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে স্থানীয় স্বাস্থ্য বিভাগ এই খবর জানায়।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪টি নমুনা পরীক্ষায় ২৭ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ৯৩টি নমুনা পরীক্ষায় ২৩ জন অর্থাৎ মোট ২৫৭টি নমুনা পরীক্ষায় আরও মোট ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে জামালপুর সদর উপজেলায় রয়েছেন ২৭ জন, মেলান্দহ উপজেলায় ৬ জন, মাদারগঞ্জ উপজেলায় ৮ জন, ইসলামপুর উপজেলায় ১ জন, সরিষাবাড়ী উপজেলায় ৩ জন, দেওয়ানগঞ্জ উপজেলায় ১ জন ও বকশীগঞ্জ উপজেলায় ৪ জন।

সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর উপজেলার জেনারেল হাসপাতাল,দিগপাইত, পাথালিয়া, কামারবাড়ী, দাপুনিয়া ২ জন, কম্পপুর, নারিকেলী, কাছারীপাড়া ৩ জন, মির্ধাপাড়া, বকুলতলা, বজ্রাপুর, বেলটিয়া ২ জন, বগাবাইদ, ইকবালপুর, কাজীর আখ, নয়াপাড়া ৪ জন, জেলখানা, হাটচন্দ্রা, বিসিক ও তিতপল্যা।

মেলান্দহ উপজেলার ইউএনও অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেলান্দহ ২ জন, শাহজাদপুর ও কাজাইকাটা। মাদারগঞ্জ উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২ জন, চাঁদপুর, গজারিয়া ২ জন, খাশপাড়া, ছোট গড়পাড়া ও গাবের গ্রাম। ইসলামপুর উপজেলার ইসলামপুর। সরিষাবাড়ী উপজেলার সরিষাবাড়ী ২ জন ও বগারপাড়। দেওয়ানগঞ্জ উপজেলার থিতারচর। বকশীগঞ্জ উপজেলার ধানুয়া ৩ জন ও সওদাগর পাড়া।

জেলা সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, জেলায় দিনদিন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। গ্রামসহ প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। সব এলাকাতেই রয়েছে সংক্রমণের সংখ্যা। করোনা থেকে বাঁচতে লোকজনকে আরও সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। সেই সঙ্গে মানতে হবে স্বাস্থ্যবিধিও। নইলে অবস্থা আরও ভয়াবহ হতে পারে।

(আরআর/এএস/জুলাই ০৮, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test