E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নলছিটি পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

২০২১ জুলাই ৩০ ১৮:৩২:১৬
নলছিটি পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন লাভলুর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেনের জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বেলা ১১টায় নলছিটি সাংবাদিক ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই মুক্তিযোদ্ধা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, উপজেলার অনুরাগ মৌজার জেএল নম্বর ১২১ এর ৯ নম্বর খতিয়ানের (বর্তমান খতিয়ান নম্বর ৫২০) ৩০৫ নম্বর দাগের মূল মালিক অলিউল ইসলাম চৌধুরীর কাছ থেকে তিনি ৩১ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘ ৩২ বছর ভোগদখল করে চাষাবাদ করেন। ২০১৪ সালে নজরুল ইসলাম ও জলিল হাওলাদার ও তার অনুসারীদের নিকট থেকে একই দাগে কয়েক শতাংশ জমি ক্রয় করেন বর্তমান কাউন্সিলর লাভলু। গত ২৫ ফেব্রুয়ারি মাটি কেটে ওই দাগের জমি ভরাটের বিষয়টি জানতে পেরে তিনি সেখানে গিয়ে বাঁধা দিলে কাউন্সিলর লাভলু তাকে অশ্লীল ভাষায় গালাগালি ও জীবননাশের হুমকি দেন।

এ ঘটনায় তিনি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর মেয়রের কাছে লিখিত অভিযোগ করেও কোন সুরাহা পায়নি। কোন উপায় না পেয়ে গত ২৪ মে ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। এ ঘটনার পর গত ২৯ জুলাই গাছ কাটার মিথ্যা অভিযোগে তার ছেলে শিমুলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই কাউন্সিলর। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা কাউন্সিলর লাভলুর হামলা ও মিথ্যা মামলার আতঙ্কে আছেন।

সংবাদ সম্মেলনে আনিত অভিযোগ মিথ্যা দাবি করে কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন লাভলু জানান, ওই জমি নিয়ে মামলা চলছে। আমি দীর্ঘদিন যাবৎ জমিটি ভোগদখল করে আসছি।

(এস/এসপি/জুলাই ৩০, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test