E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডোমার পৌরসভা নির্বাচন ২ নভেম্বর

২০২১ অক্টোবর ১২ ১৫:০৮:২৯
ডোমার পৌরসভা নির্বাচন ২ নভেম্বর

ওয়াজেদুর রহমন কনক, নীলফামারী : নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়ন দাখিল করেছেন। রবিবার (১০ নভেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে নির্ধারিত সময়ের মধ্যে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত তৃতীয় শ্রেণী মর্যাদার ডোমার পৌরসভায় ৫ম দফার নির্বাচনে ৩ জন মেয়রের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী হিসেবে গণেশ কুমার আগরওয়ালা মনোনয়ন পত্র দাখিল করেন। এদিকে বিএনপি, এবং জাতীয়পার্টি থেকে পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণ না করায় দল ২টির পক্ষ থেকে কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেননি। তবে বর্তমান পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেছেন। অপরদিকে ডোমার পৌরসভা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই প্রথমবারের মতো মেয়র পদে স্বতন্ত্র হিসেবে একমাত্র নারী প্রার্থী আফরোজা নাজনীন রুমি। তিনি ডোমার পৌরসভার সাবেক মেয়র মরহুম আল-আজাহার হোসেনের ছোট বোন।

এ বিষয়ে ডোমার পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দ্বায়িত্বে নিয়োজিত জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসীল অনুযায়ী ০৯ অক্টোবর ছিল ডোমার পৌর নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন। কিন্তু মাঝখানে শুক্রবার সরকারি ছুটি থাকায় প্রার্থীদের কথা বিবেচনা করে দাখিলের সময় একদিন বৃদ্ধি করে ১০ অক্টোবর করা হয়েছে। রোববার শেষ দিনে উৎসব মূখর পরিবেশে মেয়র পদে ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী একজন এবং স্বতন্ত্র প্রার্থী দুইজন রয়েছেন।

তিনি আরও বলেন, সংরক্ষিত নারী কাউন্সিলরের তিনটি পদে ১৩ জন এবং ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আগামী ১১ অক্টোবর মনোনয়ন যাচাইবাছাই, ১৭ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার এবং ১৮ অক্টোবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হবে। এছাড়াও এই প্রথম ডোমার পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের ভোটে পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ১৩ হাজার ৫৪০জন এরমধ্যে নারী ভোটার ৬৮৭৩ জন এবং পুরুষ ভোটার ৬৬৬৭ জন রয়েছে। আগামী ২ নভেম্বর পৌরসভাটির ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রে মোট ৫১টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

(ওকে/এসপি/অক্টোবর ১২, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test