E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করল নারায়নগঞ্জ পিবিআই 

২০২১ ডিসেম্বর ০৯ ১৮:১৪:৩০
অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করল নারায়নগঞ্জ পিবিআই 

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ সদর : উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইভেষ্টিগেশন (পিবিআই)। অজ্ঞাত মহিলার মরদেহ প্রাপ্তির সংবাদ পেয়ে মৃত অজ্ঞাতনামা মহিলার পরিচয় সনাক্তের জন্য উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) টিপু সুলতান কে দায়িত্ব দেয়। এস আই টিপু সুলতান দ্বায়িত্ব পেয়ে খুব দ্রুততার সঙ্গে উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করে।

পিবিআই পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তির পরিচয় বের করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মরিয়ম বেগম (২৮), পিতা- রাজ্জাক মিয়া, গ্রাম- পুটিয়া উপজেলা-শিবপুর, জেলা-নরসিংদী।

উল্লেখ ৫ ডিসেম্বর নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আমবাগ নামক স্থানে এশিয়ান হাইওয়ে রোডে জামান এগ্রা ফিসারিজ লিমিটেড এর গেইটের সামনে রাস্তার পাশে পাওয়া যায় এ অজ্ঞাত মহিলার মৃত দেহ পাওয়া যায়। মৃত মহিলা কালো বোরকা ও লাল কালো মিশ্রিত বাটিকের থ্রী পিচ পরিহিত ছিল। এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানায় একটি জিডি করা হয়। জিডি নং- ১৪৪/২১।

(এস/এসপি/ডিসেম্বর ০৯, ২০২১)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test