E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে তিনটিতে নৌকা ও ১০টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী  

২০২১ ডিসেম্বর ২৭ ১৮:০০:৩১
ফরিদপুরে তিনটিতে নৌকা ও ১০টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী  

দিলীপ চন্দ, ফরিদপুর : চতুর্থ ধাপে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ ইউপিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে। মাত্র তিনটিতে নৌকা বিজয়ী। ২৬ ডিসেম্বর রবিবার চতুর্থ ধাপে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের কামাল আহমেদ এবং আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে মিয়া আসাদুজ্জামান ও পাঁচুরিয়া ইউনিয়নে সরদার মিজানুর রহমান এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয় অর্জন করেন।

অপর দিকে বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (চশমা), রূপাপাত ইউনিয়নে বিএনপির সমর্থক মোঃ মিজানুর রহমান সোনা (আনারস), সাতৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাফিউল আলম মিন্টু (চশমা), ময়না ইউনিয়নে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোঃ আব্দুল হক মৃধা (হাত পাখা), পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদকের পদ থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মান্নান মাতুব্বর (ঘোড়া), দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মোঃ মোশাররফ হোসেন (ঘোড়া), ঘোষপুর ইউনিয়নে ফরিদপুর কোতোয়ালি স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত মোঃ ইমরান হোসেন নবাব (আনারস), বোয়ালমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হক (মোটরসাইকেল) এবং চতুল ইউনিয়নে উপজেলা যুবলীগের আহ্বায়ক পদ থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মোঃ রফিকুল ইসলাম (চশমা) প্রতীক নিয়ে বিজয়ী হন। এছাড়া আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নে শরীফ হারুন-অর-রশীদ (চশমা) প্রতীক নিয়ে বজয়ী হয়েছেন।

(ডিসি/এসপি/ডিসেম্বর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test