E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোয়ালমারীতে নৌকার পরাজিত ৫ প্রার্থীর সাংবাদিক সম্মেলন

২০২১ ডিসেম্বর ২৯ ১৮:৩৮:০৩
বোয়ালমারীতে নৌকার পরাজিত ৫ প্রার্থীর সাংবাদিক সম্মেলন

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে মাত্র ১টিতে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী হয়। পরাজিত প্রার্থীদের মধ্য থেকে পাঁচজন উপজেলা আওয়ামী লীগ নেতাদের অসহযোগিতার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেন।

বুধবার দুপুর বারোটায় বোয়ালমারী শহরস্থ ওয়াপদা মোড়ের একটি রেস্টুরেন্টে উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অসহযোগিতা এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেন চতুল ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও আওয়ামিলীগ মনোনিত পরাজিত প্রার্থী খন্দকার আবুল বাশার, রুপাপাত ইউনিয়নের প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মহব্বত আলী, দাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামী মনোনীত প্রার্থী মো.সাজ্জাদ হোসেন আঃ হাই, বোয়ালমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী মনোনীত প্রার্থী আঃ ওহাব তারা মোল্যা ও ফরিদপুর জেলা মৎস্যজীবি লীগের সদস্য পলাশ বিশ্বাস।

চতুল ইউনিয়ন পরিষদে মনোনীত প্রার্থী খন্দকার আবুল বাশার বলেন, প্রতিটি ইউনিয়নে স্বক্রিয় ওয়ার্ড কমিটি রয়েছে। প্রতিটি ওয়ার্ডে সদস্য সংখ্যা ৫১ জন। অথচ উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল এর গ্রামের ওয়ার্ডে আমি ভোট পেয়েছি মাত্র ৫টি। একই রকম অভিযোগ করেন অন্যান্যরা।

সাংবাদিক সম্মেলনে অভিযোগ কারীদের আঙুল উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম,এম, মোশাররফ হোসেন মুশা মিয়া ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের দিকে। অভিযোগকারীরা বলেন, তাঁরা দু'জন ইউনিয়ন আওয়ামীলীগ নেতাদের নির্দেশ দিয়ে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করিয়েছেন। তাঁরা আমাদের নয় শেখ হাসিনার নৌকার বিপক্ষে কাজ করে নৌকার ভরাডুবি ঘটিয়েছে। আমরা জননেত্রী শেখ হাসিনার নিকট তাঁদের শাস্তির জন্যে লিখিত আবেদন জানাবো।

(কেএফ/এসপি/ডিসেম্বর ২৯, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test