E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাট্টায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা, অফিস ভাংচুর 

২০২২ জানুয়ারি ০১ ১৮:৫১:৫২
পাট্টায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা, অফিস ভাংচুর 

এ কে আজাদ, রাজবাড়ী : আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে পাংশা উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। যত সময় ঘনিয়ে আসছে সংঘাত বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের ভূমিকা ও কঠোর অবস্থানে রয়েছে, আবার প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ও রয়েছে। 

শনিবার দুপুর ১২ টার কিছু পরে উপজেলার পাট্টা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাসিবুর রহমান বরকত এর অফিস ভাংচুরের অভিযোগ ও সত্যতা মিলেছে। স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের অভিযোগ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব বিশ্বাস মুনার নিদ্দেশে তার লোকজন এসে তাদের নির্বাচন পরিচালনার এক মাত্র অফিস ভাংচুর সহ অফিসের আসবাবপত্র নিয়ে গেছে।

এ ছাড়াও শুক্রবার দিবাগত রাতে স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান বরকত এর কর্মী সাজ্জাদ কে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুনার লোকজন মারপিট করেছে।বর্তমানে সাজ্জাদ মৃত্যুর সাথে লড়ছে। একই রাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অফিসে ও তার কর্মী সাইদুর রহমান সেন্টু কে গুলি করেছে।

একটি ভিডিও তে দেখা যায়, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাসিবুর রহমান বরকত এর অফিসের চেয়ার টেবিল নৌকার সমর্থিত লোকজন নিয়ে যাচ্ছে এবং কিছু চেয়ার রাস্তার পাশের পুকুরে ফেলে দিচ্ছে।

সাইদুর রহমান সেন্টু অভিযোগ করে বলেন, আমাদের উপর বার বার হামলা চালাচ্ছে মুনার লোকজন। গত রাতে অফিসে ও আমাকে গুলি করেছে। ঘটনা স্থল থেকে গুলির খোসা ও নৌকার স্টিকার সম্বলিত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশের কাছে দেওয়া হয়েছে। নৌকার স্টিকার সম্বলিত মোটরসাইকেলে করে এসে আমাদের উপর হামলা চালায়। উপায় অন্ত না পেয়ে তারা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।তবে আমরা মামলা করতে থানায় গেলে মামলা নেয় নাই।

এলাকা বাসীর অভিযোগ বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব বিশ্বাস মুনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জনগণ। এখন সে এলাকায় আতংক ছড়াচ্ছে।

সরেজমিনে পাট্টায় জনগণের সাথে কথা বলে বুঝা যায়, জনগণের আস্তা হারিয়েছে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব বিশ্বাস মুনা।

(একে/এসপি/জানুয়ারি ০১, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test