E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ 

২০২২ জানুয়ারি ০৪ ১৮:৫৫:৩৭
নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ 

এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলাধীন নারুয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নারুয়া ইউনিয়নের দ্বায়িত্ব রত পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, মোঃ আয়ুব আলী, আফজাল হোসেন, মোঃ ইয়াকুব আলী, মোঃ কামরুজ্জামান, মোঃ শহিদুল ইসলাম, জামাল উদ্দিন, মোঃ জনাব আলী। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ ঝর্না বেগম, মোছাঃ আলো বেগম, রাশিদা বেগম ও ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ।

প্রথমেই ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ ফুলের তোরা দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম কে বরণ করে নেন।পরে ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ কামরুজ্জামান তার পক্ষথেকে উপহার প্রদান করে। এ সময় পরিষদের গ্রাম পুলিশ গন নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য দের ফুল দিয়ে বরণ করে নেয়।

নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম বক্তব্য কালে বলেন, সাধারণ মানুষের আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাদের চাওয়া পাওয়া অনেক বেশি তবে বরাদ্দ সীমিত। এই সীমিত বরাদ্দ দিয়েই মানুষকে খুশি করতে হবে। আজ আমরা সবাই শপথ করবো আগামী ৫বছরের জন্য যে দ্বায়িত্ব সাধারণ জনগণ দিয়েছে তা যে সঠিক ভাবে পালন করবো। আমাদের একটাই লক্ষ থাকবে সাধারণ মানুষের জন্য কাজ করা।

(একে/এসপি/জানুয়ারি ০৪, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test