E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অদম্য প্রতিভার অধিকারী এক স্বপ্নবাজ তরুণের কথা

২০২২ জানুয়ারি ০৯ ১৮:৩৯:৪১
অদম্য প্রতিভার অধিকারী এক স্বপ্নবাজ তরুণের কথা

এম এ হীরা, গোয়ালন্দ : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া অজপাড়াগাঁয়ে বেড়ে উঠা এক স্বপ্নবাজ তরুণ। যার নাম মোঃ রাজু হাসান, যিনি ২০১৫ সালপ সাহাজউদ্দিন মণ্ডল ইনস্টিটিউট হাই স্কুল থেকে এসএসসি, ২০১৭ সালে গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজ থেকে এইচএসসি ও বর্তমানে দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ইংরেজি সাহিত্যর অনার্স তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র।

যার স্বপ্ন নিজে সুশিক্ষায় শিক্ষিত হওয়া ও নিজের দায়িত্ববোধ থেকে সমাজের সবাইকে স্বশিক্ষায় শিক্ষিত হতে সহযোগিতা করা। এই রাজু হাসান একসময় অভাব অনটনে দিন কাটিয়েছেন। যখন তিনি প্রাইমারি স্কুলে পড়তেন তখন তিনি ভালো পোশাক পরিচ্ছেদ পড়ে স্কুলে যাবার সুযোগ ছিল না। এমনকি অনেক সময় খালি পায়ে স্কুলে যেতেন। নিজের পড়াশোনা চালিয়ে রাখার জন্য পড়াশোনার ফাকে অন্যের বাড়িতে গিয়ে কাজ করে পড়াশোনা চালিয়েছেন। অনেক শিক্ষক তাহার কাজ থেকে টাকা নিতেন না। তবে কথায় আছে না ইচ্ছা থাকলে উপায় হয়। সেই স্বপ্ন তরুণ অদম্য চেষ্টা ও সাহস যুগিয়ে এখন ইংলিশম্যান হয়েছেন। যিনি যে কোন পরিস্থিতিতে অনর্গল ইংরেজি ভাষায় কথা বলে হাজারো মানুষের মনে যায়গা করে নিয়েছেন। এমনকি এই করোনাকালীন সময়ে যখন সবাই ঘর থেকে বের হতে পারছিলোনা ঠিক সেই সময়ে নিজ বাড়িতে ১০০ জন ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীকে বিনামূল্যে পড়িয়েছেন। অনেকে তাকে টাকা দিতে চাইলেও তিনি টাকা নেয় নি। কারণ তিনি মনে করেন টাকা দিয়ে শিক্ষা দেওয়া যায় না। বিভিন্ন বোর্ড পরীক্ষায় তিনি শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ইংরেজি বিষয়ের সমাধান দেন। সবাইকে তারমত ইংরেজি ভাষায় কথা বলার জন্য পরামর্শ দেন। ইংরেজি ভাষার গুরুত্ব সবার কাছে তুলে ধরেন।

এখনও এই তরুণ সবাইকে ইংরেজি শেখানোর জন্য অনলাইন সেবা দিয়ে যাচ্ছেন। এতে সবাই উপকৃত হচ্ছে ও সবার মাঝে ইংরেজি ভাষা শেখার প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে। তিনি সবসময় প্রতিকূল অবস্থা মোকাবেলা করে ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠেছেন। তাহার চোখেমুখে শুধু এখন একটাই স্বপ্ন ইউরোপ এ মাস্টার্স পড়া । সম্প্রতি তিনি ঢাকার একটা ইংরেজি প্রতিষ্ঠান থেকে স্পোকেন ও রাইটিং এ সাফল্যের সাথে সার্টিফিকেট অর্জন করেছেন। তিনি ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে অনন্য পর্যায়ে এগিয়ে চলেছেন। শুভ কামনা রইল এই স্বপ্নদ্রষ্টা স্বপ্নবাজ তরুণের জন্য।

(এইচ/এসপি/জানুয়ারি ০৯, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test