E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় চাচাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করল ভাতিজা

২০২২ ফেব্রুয়ারি ০৭ ১৮:৫৮:০৯
পাংশায় চাচাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করল ভাতিজা

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় চাচাকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করেছে ভাতিজা আরিফুল ইসলাম (২৮)। আহত চাচা ছামছুল আলম মন্ডল (৫২) একটি হাত ভেঙে ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে গুরুতর আহত অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি অভিযোগ করেছেন তিনি। আহত ছামছুল আলম উপজেলার স্বর্ণগড়া  গ্রামের মৃত তাজু মন্ডলের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন ছামছুল আলম বলেন, গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় আমি বাইসাইকেল যোগে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। এমন সময় আমার ভাতিজা আরিফুল ইসলাম (২৮) অতর্কিতভাবে আমার উপর হামলা চারিয়ে এলোপাতারী ভাবে হাতুড়ি পেটা করে পালিয়ে যায়। পরে আমি জানতে পারি আমার ভাই লুৎফর রহমান তার ছেলে আরিফুল ইসলামকে বিদেশ (ইতালি) পাঠানোর জন্য আমার মেয়ের জামাই ইটালি প্রবাসী হযরত প্রামাণিকের নিকট টাকা দেয়। আরিফুলকে বিদেশ নেয়ায় দেরি হওয়ায় আমার ভাই লুৎফরের নির্দেশে আমাকে মারপিট করে আরিফুল ইসলাম।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরুন কুমার পাল বলেন, গত ৩ ফেব্রুয়ারি গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। তার বাম হাতের দুটি হাড় ভেঙে গেছে এবং শরীরে মারাত্মকভাবে আহত করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত লুৎফর রহমান বলেন, আমার ছেলে আরিফুল ইসলামকে বিদেশ পাঠানোর জন্য প্রায় দুই বছর আগে হযরত প্রামাণিকে টাকা দিয়েছি। বিদেশ না নেওয়ায় এবং টাকা ফেরৎ না দেওয়ায় আমার ছেলে ছামছুল আলম মন্ডল (আমার ভাই) কে মারপিট করেছে। তবে অভিযুক্ত আরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় ছামছুল আলম মন্ডল তার ভাই লুৎফর রহমান ও তার ছেলে আরিফুল ইসলামকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্দসাপেক্ষে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test