E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্ব ভালোবাসা দিবসে গোয়ালন্দে ফুল বিক্রির ধুম

২০২২ ফেব্রুয়ারি ১৪ ১৭:০৬:৫০
বিশ্ব ভালোবাসা দিবসে গোয়ালন্দে ফুল বিক্রির ধুম

এম এ হীরা, গোয়ালন্দ : বসন্তকে ছুঁয়ে এসেছে আজ ভালোবাসার দিন। কোকিলের কুহুতানে মুখরিত বাংলার বিস্তীর্ণ প্রান্তরে পহেলা ফাগুনের এই দিনে হবে ভালোবাসার জয়গান। হৃদয় থেকে হৃদয়ের কথাগুলো আজ ভাষা পাবে। প্রেমিক তার প্রেমিকাকে কিংবা প্রেমিকা তার প্রেমিককে আমি তোমাকে ভালোবাসী কথাটি প্রকাশ করবে ‘হ্যাপি ভ্যালেনটাইন’স ডে’ উচ্চারণ করে। এমনি  আজ  দেখতে পেরেছি গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে  মুখরিত হয়েছে এই বসন্তের ছোঁয়ায়।

বসন্ত মানেই নতুন সাজে প্রকৃতি মুখরিত হওয়ার দিন। ফুল ফোটার পুলকিত সময়। শীতের বিবর্ণতা কাটিয়ে নতুন পাতায় ঋদ্ধ হয়ে উঠবে রুক্ষ প্রকৃতি। ফাগুনের ঝিরঝিরে বাতাস আর কোকিলের মিষ্টি কুহুতানে উন্মাতাল হবে ধরনি। যৌবনে আসবে উদ্দামতা। আনন্দ আর উচ্ছ্বাস মুখরতায় ভরে উঠবে মন-প্রাণ। ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে/তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে/কোরো না বিড়ম্বিত তারে।’

এভাবেই ঋতুরাজ বসন্তের বন্দনা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রকৃতিতে যেমন, শিল্প-সাহিত্য, এমনকি রাজনীতিতেও বসন্ত বাঙালি জীবনে তাৎপর্যময়।

এই করোনা মহামারির আতঙ্ক, স্বজন হারানোর বেদনা, জীবিকার অনিশ্চয়তা—সব কিছু পেছনে ফেলে মানুষ যখন আবার স্বাভাবিক জীবনে ফিরছে, তখন ধরনিতেও ‘বসন্ত এসে গেছে’। বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠছে নতুন জীবনের ঢেউ।

বসন্ত ও ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে সারাদেশ আজ মেতে উঠবে ফাল্গুনী আমেজে। ফাগুনের আগুনলাগা উচ্ছ্বাস প্রিয়তমের হাতে হাত রেখে প্রিয়ার কোমল হূদয় ব্যাকুল হয়ে উঠবে ঘরবাঁধার স্বপ্নে। ঋতুরাজের দখিনা বাতাস তাদের হহৃদয়-জমিনে ভালোবাসার ঢেউ তুলবে। বাসন্তী রঙের শাড়িতে খোঁপায় হলুদ গাঁদা আর মাথায় ফুলের টায়রার সুষমার শৈল্পিকতা ফুটে উঠবে তরুণীদের। তাদের সঙ্গে পাল্লা দিয়ে তরুণরাও কম যাবে না। তরুণরাও ধরা দেবে হলুদ পাঞ্জাবিসমেত একরাশ ফাল্গুনী সাজে। বসন্ত আর ভালোবাসার মিশেলের এমন দিনকে বরণ করতে ফুলের দোকান আর মার্কেটের শাড়ি-পাঞ্জাবির দোকানগুলোতে গত কয়েকদিন ধরেই বেশ ভিড়। ফুল বিক্রেতা আলাল জানান কয়েকদিন ধরে আমরা খাওয়া দাওয়া করার সময় পাচ্ছি না বসন্তকে আর ভালোবাসা দিবস এর ছুঁয়ে ফুলের জন্য ভিড় করছেন অসংখ্য নারী ও পুরুষ

বসন্তমিশ্রিত ভালোবাসার এমন দিনে পরস্পরের শুভেচ্ছায় সিক্ত হবে দুজন। ফুল, কার্ড, চকোলেট বিনিময়ের পাশাপাশি কবিতা ও ছন্দমিশ্রিত ক্ষুদে বার্তায় ভরে যাবে মোবাইল ফোনের ইনবক্স। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে যাবে পরানের গহিনের উষ্ণতা। বিনোদনকেন্দ্র ও পার্কসহ অনেক জায়গায় ভালোবাসা দিবস এবং বসন্তের ছোঁয়া থাকবে।

বসন্তের প্রথম দিনে আজ নানা আয়োজনে আলোড়িত হবে । গোয়ালন্দে এক ফল বিক্রেতা কাওসার আহমেদ জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আজকে ফুল বিক্রি করতে এই ফুটপাতে বসেছি। এবারের মত ফুল বিক্রি অন্য কোন বারেই হয়নি। সেজন্য আমি অনেক খুশি।তিনি আরো বলেন, এ সব উৎসবে তরুণ-তরুণীদের উপস্থিতিতে বিভিন্ন উদ্যান, পার্ক, খাবারের দোকান মুখর হয়ে উঠবে।

(এমএএইচ/এএস/ফেব্রুয়ারি ১৪, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test