E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় প্রতিবন্ধীদের আর্থসামাজিক উন্নয়নে আলোচনা সভা  

২০২২ ফেব্রুয়ারি ১৯ ১৮:১৪:২৪
পাংশায় প্রতিবন্ধীদের আর্থসামাজিক উন্নয়নে আলোচনা সভা  

এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় প্রতিবন্ধী ব্যক্তি ও পিছিয়ে পড়া ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়নের মুল ধারায় অন্তর্ভুক্তি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ৩.৩০ টায় পাংশা পৌর সভা এলাকার মৌকুড়ি ডিডিছিএস এর স্থানীয় কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এইচ,ডি,ডি,এফ এর এর চেয়ারম্যান মোহাম্মদ রাজিব শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা পৌর সভার মেয়র মোঃ ওয়াজেদ আলী (মাস্টার), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন, পাংশা পৌর সভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোতালেব হোসেন মোল্লা, ডিডিএফ এর পাংশা উপজেলা সমন্বয়কারী মোঃ জিল্লুল রহমান মিলন প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে পাংশা মডেল থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ বলেন, আমি এই থানায় আশার পর থেকে বিভিন্ন অনুষ্ঠান দেখেছি। তবে এই প্রথম সমাজের পিছিয়ে পড়া মানুষ দের নিয়ে কাজ করতে দেখে আমি সত্যি আনন্দিত। সেই সাথে আপনারা যারা প্রতিবন্ধী আছেন তারা যে কোন আইন গত সহযোগিতার প্রয়োজন মনে করলে থানায় গিয়ে অথবা ৯৯৯ এর মাধ্যমে জানাতে পারেন। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করবো।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে পাংশা পৌর সভার মেয়র মোঃ ওয়াজেদ আলী (মাস্টার) বলেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাই এইচডিডিএস কে তারা ঢাকা থেকে পিছনে পড়া এই পাংশায় এসে কাজ শুরু করার জন্য। এ সময় তিনি আরও বলেন, এই সরকার বিভিন্ন ভাতা দিয়ে যাচ্ছে দেশের জনসাধারণ কে। আমি আশা করি আপনারা যারা এখানে প্রতিবন্ধী আছেন তারা এই সংস্থার থেকে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে নিজেদের কে স্বাবলম্বী করে তুলবেন। এ সময় তিনি প্রতিবন্ধীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও এইচ,ডি,ডি,এফ এর এর চেয়ারম্যান মোহাম্মদ রাজিব শেখ বলেন, বাংলাদেশ প্রায় ৮০ ভাগ প্রতিবন্ধী দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এদের যাতে আর কারো উপর নির্ভর করতে না হয় সে জন্য কাজ করে যাচ্ছি।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test