E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দৌলতপুরে বাবা-মাকে ত্যাজ্য করেছেন আমেনা আক্তার বুড়ি

২০১৪ সেপ্টেম্বর ২৪ ২৩:২১:১৭
দৌলতপুরে বাবা-মাকে ত্যাজ্য করেছেন আমেনা আক্তার বুড়ি


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবা-মাকে ত্যাজ্য করেছেন আমেনা আক্তার বুড়ি (৩১) নামে তাদের এক মেয়ে। আমেনা আক্তার বুড়ি ও তার স্বামী বুলবুল আহমেদ মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের জানান, ১৫ সেপ্টেম্বর কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবি আখতার মাহমুদ সাগরের নোটারী পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফ নামায় স্বাক্ষর করে তার পিতা-মাতা ও ভাই-বোনসহ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন

উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের বুলবুল আহমেদের স্ত্রী আমেনা আক্তার বুড়ি তার হলফ নামায় উল্লেখ করেছেন, প্রায় ১৪ বছর পূর্বে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিবাহের বেশ কয়েক বছর ধরে তাদের মধ্যে সুসম্পর্ক ছিল। কিন্তু ২০০৫ সাল থেকে সম্পর্কের টানপোড়ের শুরু হয় এবং তাদের সাথে অসাদাচারণসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানেও তাদের এড়িয়ে চলে।
তারপরও স্বামীসহ আমেনা আক্তার বুড়ি তার পিতা প্রাগপুর ইউনিয়নের ইসলামনগর পোয়ালবাড়ি গ্রামের আমান মন্ডল ও মাতা জেলেয়ারা খাতুনসহ পরিবারের সকলের সাথে সম্পর্ক বজায় রাখায় চেষ্টা করেন। কিন্তু তারপরও তারা তাদের (মেয়ে জামাই) সাথে অসাদাচারণসহ পারিবারিক সম্পর্কের অবনতি ঘটায়। তাই স্বেচ্ছায় আমেনা আক্তার বুড়ি তার পিতা-মাতা ও ভাই-বোনসহ পরিবারের সকলের সাথে নোটারী পাবলিকের মাধ্যমে হলফনামা করে সকল সম্পর্ক ছিন্ন করেন।
এরপর থেকে তাদের মধ্যে আর কোর সম্পর্ক থাকবেনা বা তার পিতার অর্থবিত্ত, সহায়-সম্পদ, ব্যাংক-ব্যালেন্সের প্রতি কোন দাবিও থাকবে না। এরপরও তাদের সাথে অসাদাচার ও দূর্ব্যবহার করলে ত্যাজ্য করা পিতা-মাতাসহ পরিবারের সকলের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে হলফনামায় উল্লেখ করা হয়। তবে পিতা-মাত তাদের অবাধ্য সন্তানদের ত্যাজ্য করে থাকার দৃষ্টান্ত থাকলেও মেয়ে তার পিতা-মাতাকে ত্যাজ্য করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

(কেএইচ /এসসি/সেপ্টেম্বর ২৪,২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test