E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজস্থলীর পাহাড়ে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৩ 

২০২২ মার্চ ২২ ১৬:৫৪:৫৫
রাজস্থলীর পাহাড়ে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৩ 

রিপন মারমা, রাঙামাটি : রাঙ্গামাটির রাজস্থলী পাইন্দং পাড়ায় জেএসএস ও এমএনপি'র সশস্ত্র গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত-৩ জন ও ২ জন আহতের সংবাদ পাওয়া গেছে।   

আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৯টা ৪৫মিনিটের সময় রাজস্থলীর বালুমুরা পাড়ার পাশ্ববর্তী কেচি পাড়াতে দুটি পক্ষের মধ্যে এই বন্দুকযুদ্ধের গঠনা ঘটে।

গোলাগুলির ঘটনায় নিহত তিন জনের মধ্যে একটি লাশের পরিচয় পাওয়া গিয়েছে তার নাম অং থোয়াই মার্মা (৪৫)। তিনি জামছড়ির থাংকুই পাড়ার থুই খই মিঙ মার্মার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মগ লিবারেশন আর্মির সদস্যদের টহল লক্ষ্য করে পাহাড়ের চূড়ায় অবস্থান নেয়া অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ঘটনা স্থলেই মগপার্টির তিন সদস্য নিহত ও দুই জন সদস্য আহত হয়। পরে উভয় পক্ষই বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

(আরএম/এসপি/মার্চ ২২, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test