E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুজিব শতবর্ষে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে ফরিদপুরের ৯ পরিবার 

২০২২ এপ্রিল ১০ ১৮:২৬:২৮
মুজিব শতবর্ষে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে ফরিদপুরের ৯ পরিবার 

দিলীপ চন্দ, ফরিদপুর : মুজিব শতবর্ষে “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে ফরিদপুর জেলায় ৯টি থানায় গৃহহীন ও হতদরিদ্র ৯টি পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার সকাল ১১ টায় মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। 

এ উপলক্ষে ফরিদপুর জেলার ০৯ টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু হওয়ার পর থেকে অদ্যবধি ফরিদপুর জেলায় মোট ৬২৫৩ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয় এবং গৃহহীন ও হতদরিদ্র ০৯ টি পরিবার গৃহ পাচ্ছেন।

নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদান সংক্রান্ত তথ্য

কোতয়ালী থানা:কোতয়ালী থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ৩২৮৮ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়।

মধুখালী থানা: মধুখালী থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ১২০০ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়।

বোয়ালমারী থানা: বোয়ালমারী থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ১৫০জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়।

আলফাডাঙ্গা থানা: আলফাডাঙ্গা থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ১৫৫ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়।

চরভদ্রাসন থানা: চরভদ্রাসন থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ৩৭১ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়।

সদরপুর থানা: সদরপুর থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ৪৬২ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়।

ভাঙ্গা থানা: ভাঙ্গা থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ৩৬২ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়।

নগরকান্দা থানা:নগরকান্দা থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ৭৮ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়।

সালথা থানা: সালথা থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ১৮৭ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়।

গৃহহীন ও হতদরিদ্র যাদের মনোনয়ন করা হয়েছে তাদের তালিকা

কোতয়ালী থানা: শাফিয়া বেগম (৫৫), স্বামী-মৃত নুরু শেখ, সাং-তাম্বুলখানা, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর, পেশাঃ গৃহকর্মী।

মধুখালী থানা: রোকন মোল্যা (৪৫), পিতা-মৃত জয়নাল মোল্যা, সাং-মোবারকদিয়া, থানা-মধুখালী, জেলা-ফরিদপুর (শারীরিক প্রতিবন্ধী)।

বোয়ালমারী থানা : জামিরন বেগম (৪৫), স্বামী-আফসার শেখ, সাং-লোকনাথ, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর, পেশাঃ গৃহকর্মী।

আলফাডাঙ্গা থানা: জরিনা বেগম (৬৯), স্বামী-মৃত শাম গাজী, সাং-কুসুমদি, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর, পেশাঃ গৃহকর্মী।

চরভদ্রাসন থানা: সোনাই বিবি (৬০), স্বামী-মৃত কাদের ফকির, সাং-ইন্তাজ মোল্যার ডাঙ্গী, থানা-চরভদ্রাসন, জেলা-ফরিদপুর, পেশাঃ গৃহকর্মী।

সদরপুর থানা:প্রিয় বালা সরকার, স্বামী-মৃত কালা চাঁদ, সাং-মধু মন্ডলের ডাঙ্গী, থানা-সদরপুর, জেলা-ফরিদপুর। পেশাঃ শ্রমিক।

ভাঙ্গা থানা:নাজমা বেগম (৪৮), স্বামী-মৃত গোলাম রসুল খান, সাং-পাঁচকুল, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর, পেশাঃ গৃহকর্মী।

নগরকান্দা থানা: ঝর্না বেগম (৪০), স্বামী-মোঃ শাহ আলম, সাং-কোদালিয়া, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর, পেশাঃ শ্রমিক।

সালথা থানা: মোসাঃ আছমা বেগম (৪০), পিতা-সোবাহান মোল্যা, সাং-ভাওয়াল, থানা-সালথা জেলা-ফরিদপুর (শারীরিক প্রতিবন্ধী)।

(ডিসি/এসপি/এপ্রিল ১০, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test