E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে ৪২টি পূজা মণ্ডপ প্রস্তুত

২০১৪ সেপ্টেম্বর ২৮ ১৮:৩৯:১৪
চাটমোহরে ৪২টি পূজা মণ্ডপ প্রস্তুত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে মঙ্গলবার হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হবে। এবার পাবনার চাটমোহর উপজেলায় ৪২ টি পূজা মণ্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে।

শহরের বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে, ইতিমধ্যে অধিকাংশ মণ্ডপে প্রতীমার রং ও তুলির কাজ সম্পন্ন হয়েছে। শেষ মুহুর্তে মন্দিরে মন্দিরে আলোক সজ্জার কাজ চলছে। এখন উৎসবের আমেজ গ্রহণের অপেক্ষা। হিন্দু ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ দেবতা শরতের সাদা মেঘের ভেলায় চড়ে পৃথিবীতে শান্তির বর নিয়ে আসা দশভুজা দেবী দুর্গাকে বরণ করতে এত সব আয়োজন।


শিল্পী তার শৈল্পিক কাজের মাধ্যমে ফুটিয়ে তুলছে প্রতিমা তৈরীতে। প্রতি বছরের ন্যায় এবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চাটমোহরের ১১টি ইউনিয়নের মধ্যে ৯টিতে এবং পৌরসভায় মোট ৪২ টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে যা গত বছরের চেয়ে ৫টি কম বলে পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে।

পূজা উদযাপন কমিটি জানায়, পৌরসভায় ১১টি মন্দিরে, হাণ্ডিয়াল ইউনিয়নে ১২টি, নিমাইচড়ায় ৭টি, গুনাইগাছায় ৩টি, পার্শ্বডাঙ্গায় ২টি মূলগ্রামে ২টি, বিলচলনে ২টি, ফৈলজানায় ১টি, হরিপুরে ১টি এবং ডিবিগ্রামে ১টি মন্দিরে শারদীয় দূর্গাৎসব অনুষ্ঠিত হবে। এছাড়া ছাইকোলা ও মথুরাপুর ইউনিয়নে পূজা হবে না।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক চক্রবর্তী বলেন, দূর্গা পূজার দুটি দিক রয়েছে। একটি পূজা আর অন্যটি উৎসব। পূজা করে যারা দেবীর নামে উপবাস থেকে অঞ্জলী প্রদান করেন তারা। আর উৎসব পালন করে সকল বাঙালী। এখানে কোন জাতি-ভেদ নেই। হিন্দু-মুসলমান সবাই উৎসব পালন করে। দূর্গোৎসবের দিনগুলো সকল দুঃখ কষ্ট ভুলে সবাই উৎসব-আমেজে মেতে উঠবে এটাই আমাদের প্রত্যাশা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শহিদুল ইসলাম জানান, পূজা উৎসব পালনে সরকারী ভাবে প্রতিটি মণ্ডপে ৫শ’ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।

থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের পরিবেশ সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পূজা মণ্ডপগুলোতে আনসার-পুলিশ সদসস্যের পাশাপাশি টহলে থাকবে র‌্যাব। ঈদ ও পূজা এক সঙ্গে পরায় নাশকতা এড়াতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান।

(এসএইচএম/এএস/সেপ্টেম্বর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test