E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা

২০২২ মে ১৭ ১৯:৩০:২৯
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ। 

আজ মঙ্গলবার বিকালে শহরের ২নং রেল গেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে চেয়ারম্যান জেলা পরিষদ নারায়ণগঞ্জ ও সভাপতি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ আহসান কবিরের সঞ্চালনায় উপস্থিত বক্তব্য রাখেন ২৪ নং আওয়ামী লীগ নেতা আশিক আহমেদ, যুগ্ম আহবায়ক আওয়ামী যুব আইনজীবী পরিষদ নারায়ণগঞ্জ জেলা এড. মামুন সিরাজুল মজিদ, ১৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কবির হোসেন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ হায়দার আলী পুতুল,১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির এছাড়া ১-২৭নং ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতি তার বক্তব্যে বলেন, কর্মী-কর্মী এক ও একতাবদ্ধ হতে হবে। তাহলেই দল এগিয়ে যাবে। দল এগিয়ে গেলেই আমরা এগিয়ে যাবো, দল এগিয়ে গেলেই আমি আমার বলতে পারবো আমি আমার আওয়ামী লীগ করি। সততা, সৎ, দক্ষ নেতৃত্ব সামনে আনতে হবে। এসময় তিনি আরও বলেন দলের কিছু কু-কর্ম নেতাদের জন্য জননেত্রীর উন্নয়ন বৃথা হয়ে যাচ্ছে। আমরা আওয়ামী লীগ করি শুধু নিজের জন্য আমরা দলের জন্য নেত্রীর জন্য আওয়ামী লীগ করি না। আমরা যে পযর্ন্ত দল ও নেত্রীর জন্য আওয়ামী লীগ না করবো ততদিন জননেত্রীর উন্নয়ন বৃথা হবে। এখন সময় আমাদের সকলের একত্রিত হয়ে দল ও জননেত্রীকে এগিয়ে নিয়ে যাওয়া। আওয়ামী লীগ কেন নারায়ণগঞ্জে প্রার্থী দিতে পারছে না। বিএনপি থেকে এনে প্রার্থী কেন দিতে হবে? পাশ করার পর আবার আমাদেরই শুনতে হয় নৌকা না নিলে আরো বেশি ভোট পেতাম। আর এটাই আমাদের ব্যর্থতা। তাই আমাদের উচিত একটি সংঘবদ্ধ সংগঠিত হওয়া।

(এস/এসপি/মে ১৭, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test