E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈলকুপায় কৃষি প্রণোদনা পেল ১১শ’ কৃষক

২০২২ জুন ২৯ ১৯:০৯:৪৮
শৈলকুপায় কৃষি প্রণোদনা পেল ১১শ’ কৃষক

শেখ ইমন, শৈলকুপা : ঝিনাইদহের শৈলকুপায় কৃষক প্রণোদনা নিয়ে ধানের উৎপাদন বাড়ালে দেশের খাদ্য খাটতি থাকবে না। তখন বিদেশ থেকেও চাল আমদানি করতে হবে না। চাল আমদানি না হলে কৃষকের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত হবে।

বুধবার দুপুরে শৈলকুপা উপজেলা কৃষি অফিস মিলনায়তনে খরিপ-২ উফশী আমন মৌসুমে ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার একশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন উক্ত অনুষ্ঠানের সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা ড. মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মতিয়ার রহমান বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: আবুল হাসনাত।

এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রনোদনা হিসেবে প্রতি কৃষক ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশী জাতের ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার পেলেন।

(এসআই/এসপি/জুন ২৯, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test