E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যামনগরের মান্দার নদীর শতাধিক বিঘা চরভরাটি জমি দখলের চেষ্টা

২০১৪ অক্টোবর ০৩ ১০:৪৩:৫৭
শ্যামনগরের মান্দার নদীর শতাধিক বিঘা চরভরাটি জমি দখলের চেষ্টা

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন মান্দার নদীর কালিঞ্চি নামকস্থানের শতাধিক বিঘা চর দখল করে সবুজ বনায়ন ধ্বংস করা হচ্ছে। শুক্রবার ভোরে ওই চর দখলের উদ্দেশ্যে শতাধিক দুর্বৃত্ত বাঁধ দেওয়া শুরু করলে বনবিভাগ ও স্থানীয় জনগনের বাধার মুখে তারা পালিয়ে যায়।

শ্যামনগর উপজেলার রমজাননগর ইউপি চেয়ারম্যান আকবর আলী জানান, ২০১০ সালের ২৩ মে আইলা দুর্গত শ্যামনগরের হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বনায়ন ধ্বংসকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেন।

অথচ কৈখালি ফরেষ্ট অফিসের বিপরীতে মান্দার নদীর কালিঞ্চি নামকস্থানের শতাধিক বিঘা সবুজ বনায়নসহ চর দখলের উদ্দেশ্যে আব্দুল হুমায়ুন,গফফর ও মারুফ হোসেনের নেতৃত্বে শতাধিক দুর্বৃত্ত শুক্রবার ভোর চারটার দিকে আরশাদ মোড়লের ছেলে আশাফুল ইসলামের বাড়ির সামনে চরের মাটি কেটে বেড়ি বাঁধ দেওয়া শুরু করে। তারা বাঁধ দিয়ে আবু বক্কার, মালেক মালী, খানজাহান আলী, দাউদ বরকন্দাজ নূর আলী সহ কয়েকজন ভূমিহীনকে উচ্ছেদ করে সেখানকার সবুজ বনায়ন ধ্বংস করে চিংড়ি ঘের করার উদ্যোগ নেয়।

বিষয়টি জানতে পেরে তিনি কৈখালি স্টেশন কর্মকর্তা, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাতক্ষীরা জেলা প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনারকে অবহিত করেন। খবর পেয়ে কৈখালি স্টেশন কর্মকর্তা জামালউদ্দিনের নেতৃত্বে বনবিভাগের লোকজন ও স্থানীয় জনগন দুর্বৃত্তদের ধাওয়া করলে সকাল সাড়ে ৮টার দিকে তারা ঝুড়ি কোদাল নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় গ্রামবাসি জানান, মানিকখালির হুমায়ুন কবীর এ জবরদখলকারিদের মূল হোতা। এ ব্যাপারে মানিকখালি গ্রামের হুমায়ুন কবীর বলেন, তিনি সুন্দরবন উপকুলবর্তী সবুজ বনায়ন রক্ষায় গত ২৫ জুন হাইকোর্টে রিট করেছেন। অথচ তাকে এ ধরনের ঘটনায় জড়ানোর চেষ্টা করছে তার প্রতিপক্ষরা।

কৈখালি স্টেশন কর্মকর্তা জামালউদ্দিন জানান, চর জবরদখল করে সবুজ বনায়ন ধ্বংসকারিদের হঠিয়ে দেওয়া হয়েছে।

খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ ও সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বনবিভাগ ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

(আরকে/জেএ/অক্টোবর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test