E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আদিবাসীদের উন্নয়নে সরকার কাজ করছে : খাদ্যমন্ত্রী

২০২২ জুলাই ০২ ১৮:১১:০৬
আদিবাসীদের উন্নয়নে সরকার কাজ করছে : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বরেছেন, বর্তমান সরকার দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসীদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর) জীবনমান উন্নয়নে কাজ করছে।  দেশের প্রতিটি জাতি গোষ্ঠীর ঐতিহ্য রক্ষায় সরকার বদ্ধ পরিকর। তাদের জীবনমানের উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২ জুলাই) দুপুরে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী মাঠে কারিতাসের সুবর্ণ জয়ন্তী ও সিধু কানু দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলি বলেন।

মন্ত্রী বলেন, অনেক সংগঠন আছে যারা নৃ-গোষ্ঠীদের নিয়ে বিভিন্ন মিছিল, মিটিং ও সমাবেশে তাদেরকে জমায়েত করে এসব ভিডিও করে বিদেশে পাঠিয়ে অর্থ আনে। তারা নিজেরা ফায়দা লুটে। কিন্তু নৃ-গোষ্ঠীর অবস্থার পরিবর্তন হয়না । অপরদিকে কারিতাস ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। এসময় মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যাসমূহের কার্যকর সমাধানে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে পোরশা উপজেলা নিবার্হী অফিসার সালমা আক্তার, কারিতাসের বিশপ জেভার্স রোজারিও, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তার প্রমুখ বক্তব্য রাখেন।

(বিএস/এসপি/জুলাই ০২, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test