E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ৬ 

২০২২ জুলাই ২২ ১৬:২৫:০৭
বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ৬ 

শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : “মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় ২১ জুলাই সন্ধায় সাতানীপাড়া বিওপির টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলাধীন বকশীগঞ্জ উপজেলার বালুঝুড়ি নামক এলাকায় গমন করে। 

এমন সময় সীমান্তের দিক হতে একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ী দিয়ে ০৬ জন লোককে আসতে দেখে সন্দেহ হলে বিজিবি টহলদল তাদের গতিরোধ করে। পরবর্তীতে উক্ত ভ্যান গাড়ী তল্লাশী করে ভ্যানগাড়ীর সিটের নীচ থেকে ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

পরবর্তীতে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকলকে উক্ত মাদক পাচারের সাথে জড়িত থাকায় ০৬ জন আসামী (১) মোঃ সুলতান (২৬), পিতা- সুজাত আলী, (২) মোঃ আরিফ (১৮), পিতা- মোঃ আব্দুর রশিদ, (৩) মোঃ আকরাম (২৪), পিতা- শুকুর আলী, (৪) মোঃ মিলেক (২৫), পিতা মোঃ ফকরুল, (৫) মোঃ আব্দুল্লাহ (১৪), পিতা- মানিকজল এবং (৬) মোঃ রাসেল (২২) পিতা- মোঃ কাসেম, সকলের গ্রাম- সারমারা, পোষ্ট- পাররামরামপুর, থানা- বকশীগঞ্জ, জেলা- জামালপুরকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি ব্যাটারী চালিত ভ্যান, ০৫ টি মোবাইল ফোন (সীমসহ) এবং ১,২৬০/- নগদ টাকাসহ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ৯৫,৩৬০/- টাকা।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ বকশীগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

(এসপি/এসপি/জুলাই ২২, ২০২২)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test