E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জামালপুরে দুই সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে সংঘর্ষ, সম্মেলন স্থগিত

২০২২ জুলাই ২৩ ১৪:৫৯:২১
জামালপুরে দুই সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে সংঘর্ষ, সম্মেলন স্থগিত

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের শরিফপুরে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই সাধারণ সম্পাদক প্রার্থী আলম ও মাসুম গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য সম্মেলন স্থগিত করেছে উপজেলা আওয়ামী লীগ।

সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় পরস্পরকে দায়ী করছেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

বর্তমান ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সরকার মাসুম গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় উভয়পক্ষে আহত হয়েছেন মাহমুদুল হাসান মাসুম, মারুফ হাসান মুন্না, আরিফ বাচ্চু, লিখন মিয়া ও সাব্বির হোসেনসহ ১০ জন। আহতরা জামালপুর জেনারেল হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (২৩ জুলাই) রাত ১০ টায় দিকে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩ জুলাই) শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সন্মেলন হওয়ার কথা ছিলো। সন্মেলনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম আলম ও মাহমুদুল হাসান সরকার মাসুমের মধ্যে বিরোধ চলছিলো। শুক্রবার রাত ১০ টায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণ হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনায় সাধারণ সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম আলম বলেন, সম্মেলন উপলক্ষে আমি কর্মী-সমর্থকদের নিয়ে গোদাশিমলা বাজারে সভা করছিলাম। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুম দলবল নিয়ে সভাস্থলে হামলা চালায়। এ সময় আমার কর্মীদের মারধর ও গুলিবর্ষণ করে তারা।

এদিকে হামলার ঘটনা অস্বীকার করে মাহমুদুল হাসান সরকার মাসুম বলেন, দলবল নিয়ে আমাদের ওপর হামলা চালায় আলম। এ সময় তারা কয়েকটি দোকান ভাংচুর করে এবং আমাদের ওপর গুলি ছোঁড়ে। এতে আমিসহ আমার কর্মী সমর্থকরা আহত হয়েছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন বলেন, প্রতিদ্বন্দ্বী দুই সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে অপ্রীতিকর ঘটনায় শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

সদর থানার ওসি শাহনেওয়াজ বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে গোলাগুলির ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত নয়।

(আরআর/এএস/জুলাই ২৩, ২০২২)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test