E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত

২০২২ আগস্ট ০২ ১৭:২৩:৪৮
সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দে নির্মানাধীন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে বিদ্যুৎস্পৃষ্টে জমসের আলী (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২ আগষ্ট) দুপুরে উপজেলার চরটেংরাইলে নির্মানাধীন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে এ দূর্ঘটনা ঘটে। নিহত জমসের আলী কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার পান্তাপাড়া গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সাব-স্টেশনটিতে কর্মরত কয়েকজন নির্মাণ শ্রমিক জানান, নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই আমাদের দিয়ে কাজ করানো হচ্ছিল। মঙ্গলবার দুপুরে কাজ করতে করতে হঠাৎ বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান জমসের। এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ এতথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহকারী জেনারেল ম্যানেজার (কামারখন্দ সাব-জোনাল অফিস) মো. কামরুজ্জামান বলেন, আমাদের নির্মানাধীন সাব স্টেশন টিতে ৩৫০ ভোল্ট কারেন্ট পরিবাহিত রয়েছে সেটার সাথে শক লেগে হয়তো তার মৃত্যু হয়েছে। কাজটি এনার্জি প্যাক নামে ঠিকাদারি প্রতিষ্ঠান করছে। শ্রমিকদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব ঠিকাদারী প্রতিষ্ঠানের। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

(আই/এসপি/আগস্ট ০২, ২০২২)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test