E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে অনলাইন প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

২০২২ সেপ্টেম্বর ১৫ ১৫:২০:৪৮
ঝিনাইদহে অনলাইন প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহে ‘আবাবা’ নামের এ্যাপসের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। শত শত যুবক যুবতী চক্রটির ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে গেছে। পুলিশ অনলাইনে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করার দায়ে এই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাবিবুর রহমান ও সমাপ্তি খাতুন নামে দুইজনকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। তাবিবুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের ইয়াহিয়া মুন্সীর ছেলে ও সমাপ্তি খাতুন একই এলাকার ডেফলবাড়িয়া গ্রামের সবুজ হোসেনের স্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান তার দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, ডিজিটাল জালিয়াতি চক্রের সদস্যরা আবাবা এ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের চেষ্টা করছে এমন খবরের তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে সত্যতা পাওয়ায় সদর উপজেলার ভেন্নাতলা গ্রাম থেকে তাবিবুর রহমান ও পরে রামনগর গ্রাম থেকে সমাপ্তি খাতুন নামে দুই জনকে গ্রেফতার করে।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৬ জনকে আসামী করে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। চক্রটি ওই এ্যাপসের মাধ্যমে বিনিয়োগ করিয়ে দ্বিগুন টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিল। এই চক্রের বাকি সদস্যরা কম্বোডিয়ায় বসে এটি নিয়ন্ত্রণ করেছে বলে তদন্তে বেরিয়ে এসেছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারসহ সাইবার ক্রাইম ইনভেন্সিগেশন সেল’র সদস্যরা উপস্থিত ছিলেন।

(একে/এএস/সেপ্টেম্বর ১৫, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test