E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিন মজুরকে ২০ হাজার টাকা প্রদান

লন্ডন প্রবাসী হারুন আল রশীদের অনুকরণীয় মানবিক দৃষ্টান্ত

২০২২ অক্টোবর ২১ ১৫:৫৩:১৩
লন্ডন প্রবাসী হারুন আল রশীদের অনুকরণীয় মানবিক দৃষ্টান্ত

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ফেসবুকে এক দিনমজুরের অস্বচ্ছলতার কথা জানতে পেরে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা পাঠিয়ে মানবিক ও অনুকরণীয় এক দৃষ্টান্ত স্থাপন করেছেন লল্ডন প্রবাসী, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগরের কৃতি সন্তান মো. হারুন আল রশিদ। 

আজ শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে লন্ডন প্রবাসীর পাঠানো নগদ ২০ হাজার টাকা ওই দিন মজুরের হাতে তুলে দেয়া হয়।

জানা গেছে, দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু গত ২২ সেপ্টেম্বর তার ফেসবুক প্রোফাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের গোকর্ণঘাট লঞ্চঘাটের দিনমজুর (কুলি) ফুল মিয়াকে নিয়ে একটি মানবিক পোস্ট দেন। সেই পোস্টটি লন্ডন প্রবাসী হারুন আল রশীদের নজরে এলে তিনি দিনমজুর ফুল মিয়ার জন্য লন্ডন থেকে তাঁর গ্রামের এক চাচাতো ভাই সমাজকর্মী এম নাইমুর রহমানের কাছে (কৃষ্ণনগরের বাসিন্দা) নগদ ২০ হাজার টাকা পাঠান।
পরে বিষয়টি তিনি সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুকে টেলিফোনে অবগত করে ফুল মিয়ার হাতে টাকাটা তুলে দেয়ার জন্য সাংবাদিক অপুকে অনুরোধ করেন।

সেই মোতাবেক আজ শুক্রবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ লঞ্চঘাটে অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পাঠাগার ও গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দিন মজুর ফুল মিয়ার হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানে আগত দুই আমন্ত্রিত 'অতিথি' ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ আইনজীবী ও সমাজসেবক এডভোকেট মিন্টু ভৌমিক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জননন্দিত ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেন।

এ সময় তাঁদের পাশে ছিলেন লন্ডন প্রবাসী হারুন আল রশীদের চাচাতো ভাই, ব্রাহ্মণবাড়িয়া পৌর নাগরিক কমিটির সিনিয়র সহসভাপতি, তরুণ সমাজকর্মী এম নাইমুর রহমান, স্থানীয় লঞ্চঘাটের সাবেক ইজারাদার ফরিদ মিয়া, বর্তমান ইজারদার শাহআলম, অনলাইনভিত্তিক বিবি নিউজের সম্পাদক মাহাবুব মোর্শেদ, বার্তা সম্পাদক প্রদীপ আচার্য, টিভি ওয়ানের সম্পাদক এস এ রুবেল প্রমুখ। অনুষ্ঠানটির পরিকল্পনা, আয়োজন ও উপস্থাপনায় ছিলেন নবীনগরের কথার সম্পাদক ও দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু।

প্রাণবন্ত এ অনুষ্ঠানে দিনমজুর ফুল মিয়াকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে মানবিক একটি দৃষ্টান্ত স্থাপন করায় টাকা প্রদানকারী লন্ডন প্রবাসী দানবীর হারুন আল রশীদ ও বিষয়টি ফেসবুকে লেখনীর মাধ্যমে তুলে ধরায় সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

হারুন আল রশীদ জানান, ভবিষ্যতেও এ ধরণের কোন মানবিক ঘটনা তাঁর নজরে এলে এরকম আর্থিক সহায়তা প্রদান তিনি আজীবন অব্যাহত রাখবেন।

(জিডি/এসপি/অক্টোবর ২১, ২০২২)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test