E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যমুনায় আধিপত্য নিয়ে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

২০২২ অক্টোবর ৩১ ১৪:০২:০৪
যমুনায় আধিপত্য নিয়ে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে একপক্ষের বিরুদ্ধে গুলিবর্ষণের অভিযোগ তোলে অপরপক্ষ। একই ঘটনায় সাবেক ইউপি সদস্যের বাড়িতে হামলা ও লুটতরাজের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টা পর্যন্ত যমুনা সার কারখানায় এলাকায় এ সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, যমুনা সারকারখানায় আধিপত্য বিস্তার ও আমদানিকৃত সারের পরিবহন চাঁদাবাজিকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। রবিবার রাত ৯টার দিকে রফিকুল ইসলাম সমর্থিত রায়হান কান্দারপাড়া বাজারে হামলার শিকার হন। এ খবর ছড়িয়ে পড়লে রফিকুল ইসলামের লোকজন ক্ষিপ্ত হয়ে কারখানার গেটপাড় এলাকায় এলে আশরাফুল আলম মানিক গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপসহ কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষে মিনহাজ, রায়হান, রফিক, মজিদ, রশিদ, লালন, লাল চানসহ উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত মিনহাজ ও রফিককে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক জানান, রবিবার রাত পৌনে ৯টার দিকে রফিকুল ইসলাম সমর্থিত রায়হানকে কান্দারপাড়ার কিছু লোক মারধর করে। বিষয়টি আমার লোকজনের উপর দায় চাপিয়ে তারা উত্তেজিত ও সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এসময় রফিকুল ইসলামের নেতৃত্বে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করা হয় বলেও তিনি অভিযোগ করেন।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম অভিযোগ করেন, সরকার কাফকো থেকে যমুনা সারকারখানায় গ্রামসিকো লিমিটেডের মাধ্যমে ৩০ হাজার মে. টন ইউরিয়া সার আমদানি করছে। সারগুলো আনলোডের জন্য মেসার্স মাজেদা ট্রেডার্স দায়িত্ব পেয়ে এর সত্ত্বাধিকারী আশরাফুল আলম মানিক প্রতি ট্রাক থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করছেন। এ নিয়ে প্রতিবাদ করায় মানিকের লোকজন সম্প্রতি চড়াও হয়। এর জের ধরে রবিবার রাতে উভয়পক্ষে সংঘর্ষের সূত্রপাত হয় বলে তিনি জানান। তবে গুলিবর্ষণের কথা তিনি অস্বীকার করেন।

এদিকে সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের জের ধরে রাত ১১টার দিকে পুলিশ উপস্থিতিতে স্থানীয় ক্যাডার মুর্শেদের নির্দেশে তার বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটতরাজ করা হয়।

এছাড়াও স্থানীয় বুশরা বানিজ্যিক সংস্থার ম্যানেজার মো. শাহ আলম জানান, সংঘর্ষের এসময় উত্তেজিত লোকজন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। ভাঙচুরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, যমুনা সারকারখানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন দুইটি পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে গুলিবর্ষণের অভিযোগটি তিনি প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেননি।

(আরআর/এএস/অক্টোবর ৩১, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test